পুবের কলম, ওয়েবডেস্ক: ভুয়ো ভ্যাকসিনকাণ্ড নিয়ে আলোচনার প্রস্তাব খারিজের প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অধিবেশন বয়কট করেন বিজেপি বিধায়করা। স্লোগান তোলেন, ‘দলদাস স্পিকার চাই না।’
বৃহস্পতিবার বিধানসভায় ভুয়ো টিকাকাণ্ড নিয়ে আলোচনার দাবিতে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পরই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামীর নেতৃত্বে বিক্ষোভ দেখাতে দেখাতে কক্ষত্যাগ করেন তাঁরা। সঙ্গে জানান, বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে যোগ দেবে না বিজেপি।
বিধানসভার অধিবেশন শুরুর দিন থেকেই বিজেপির বিক্ষোভে উত্তাল কক্ষ। গেরুয়া শিবিরের বিধায়কদের বিক্ষোভে রাজ্যপাল তাঁর ভাষণ অসম্পূর্ণ রেখেই কক্ষ ছেড়েছিলেন। তার পরও নানা ইস্যুতে লাগাতার বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। শাসকদল ও স্পিকার বিধানসভার অভ্যন্তরেও গণতন্ত্রকে হত্যা করছেন বলে অভিযোগ ।
বিজেপির আরও অভিযোগ, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ নন। তৃণমূলের দলদাসের মতো আচরণ করছেন তিনি। তাই তাঁর কাছে কোনও সুবিচার প্রত্যাশা করেন না বিজেপি বিধায়করা। সেজন্যই বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক বয়কট করবেন তাঁরা। বিধানসভা অধিবেশনের পঞ্চম দিনে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা।