পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পরেই রাজ্যের সঙ্গে সংঘাতে জড়াল বিজেপি। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোটগ্রহণ। এদিকে এদিন বৃহস্পতিবার কমিশন ভোটের নির্ঘন্ট প্রকাশ হতেই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। হাই কোর্টে এদিন বিজেপি প্রশ্ন তোলে, আদালতে প্রতিশ্রুতি দেওয়ার পরেও কিভাবে ভোটের বিজ্ঞপ্তি দেওয়া হল? মামলা বিচারাধীন, তবে কেন পদক্ষেপ নেবে না? এদিকে পালটা সওয়াল করে রাজ্যের আইন আইনজীবী বলেন, ১৯ এপ্রিল ভোট করতে চাই বলে আগেই হলফনামা জমা দিয়েছিলাম। কলকাতায় চিকিৎসা পরিষেবা সব থেকে ভালো। তাই আগে কলকাতার ভোট করছি। পরিস্থিতি খতিয়ে দেখে বাকি ভোট। এপ্রিলের মধ্যে সব পুরভোট করতে চাই।
এদিন পুরভোট মামলায় হাই কোর্ট জানায়, ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। লিখিতভাবে অভিযোগ করুন।
পুরভোট মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।