কলকাতাTuesday, 8 February 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মহাভারতের ভীম

asim kumar
February 8, 2022 5:02 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রয়াত মহাভারতের ভীম। আসল নাম প্রবীণ কুমার সোবতি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সোমবার সকালে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। জীবনের শেষ মুহূর্তে অর্থ সংকটে ভুগছিলেন তিনি। পঞ্জাবের বাসিন্দা ছিলেন প্রবীণ কুমার সোবতি।

বিশিষ্ট ফিল্ম নির্মাতা বি আর চোপড়া পরিচালিত ‘মহাভারত’ সিরিয়ালে ভীমের চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। তাঁর বলিষ্ঠ চেহারা ও অভিনয় সকলের মন জয় করে নেয়। রবিবার সকালে মহাভারতের আলাদা আকর্ষণ ছিল ছোট থেকে বড় সকলের কাছে। সিরিয়াল শুরু হতেই রাস্তাঘাট ফাঁকা হয়েছে যেত। এতটাই জনপ্রিয় হয়েছিল ‘মহাভারত’।

প্রবীণ কুমার সোবতি অভিনয় করার পাশাপাশি ছিলেন একজন দক্ষ ক্রীড়াবিদ। হ্যামার এবং ডিসকাস থ্রোয়ার হিসেবেই তিনি পরিচিত ছিলেন৷ এশিয়ান গেমস ও কমনওয়েলথ  গেমসে পদকও জিতেছিলেন

এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী প্রবীন অর্জুন পুরস্কার সম্মানেও ভূষিত হন৷ পেয়েছিলেন বিএসএফ-এ যোগ দেওয়ার সুযোগও। কিন্তু এর পরেও অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন প্রবীণ।

মহাভারতে ভীমের চরিত্রের পাশাপাশি অমিতাভ বচ্চন অভিনীত ‘শাহেনশাহ’  এবং ধর্মেন্দ্রর ‘লোহা’  ‘আজ কা অর্জুন’, ‘আজুবা’, ‘ঘায়েল’-এর মতো জনপ্রিয় ছবিতেও কাজ করেন তিনি।

২০১৩ সালে রাজনীতিতে পা রেখেছিলেন প্রবীণ কুমার। আম আদমি পার্টির টিকিটে ভোটে লড়াই করেন তিনি।