কলকাতাMonday, 21 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

বাংলাদেশের রাষ্ট্রপতির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন আইনি উপদেষ্টা

Kibria Ansary
October 21, 2024 7:39 pm
Link Copied!

ঢাকা, ২১ অক্টোবরঃ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি বলে নতুন  বিতর্কের জন্ম দিয়েছেন রাষ্ট্রপতি মুহাম্মদ সাহাবুদ্দিন। তাঁর এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর কথায়, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন।

Read more: গাড়িতে তরুণীকে একাধিকবার ধর্ষণ, রাজস্থানের পুরোহিত বাবা বালকনাথের বিরুদ্ধে দায়ের এফআইআর

সোমবার সাংবাদিকদের আসিফ নজরুল বলেন, ‘তাঁর এই পদে থাকার যোগ্যতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। উনি যদি নিজের বক্তব্যে অটল থাকেন, তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

Read more: ডলারমুক্ত লেনদেনে আসছে ‘ব্রিকস পে’

মুহাম্মদ সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা রয়েছে কিনা! তা নিয়েও প্রশ্ন তোলেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা বলেন, ‘রাষ্ট্রপতি বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি। এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যাচার। একইসঙ্গে উনার শপথ লঙ্ঘনের শামিল। কারণ উনি নিজেই ৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী উনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন।’