সেখ কুতুবউদ্দিন
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ও স্নাতক ও স্নাতক স্তরের সাধারণ ডিগ্রির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি নেবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান– ভর্তি নিয়ে স্কুল শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে স্নাতক ও স্নাতকোত্তরের সাধারণ ডিগ্রির ক্ষেত্রে কোনও প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না। তবে এআইটিসি’র নিয়মানুসারে বি টেক অথবা টেকনিক্যাল কোর্সের ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে। ওই আধিকারিক আরও জানান, ভর্তির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। কীভাবে, কোনও তারিখ থেকে ভর্তি নেওয়া হবে তা শীঘ্রই জানানো হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে মোট ৪৯টি কোর্স। রয়েছে ২৩ টি ডিপার্টমেন্ট– ২৪টি স্নাতক কোর্স– ২৫টি স্নাতকোত্তর কোর্স। এর মধ্যে বিটেক– বিসিএ– ল্যাটারাল এন্ট্রি কোর্স এবং নার্সিংয়ে ভর্তির আবেদনের পর প্রবেশিকা পরীক্ষা হবে। জেনারেল কোর্স এবং এমবিএ’তে ভর্তির ক্ষেত্রে কোনও প্রবেশিকা পরীক্ষা হবে না। নম্বরের ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। জুলাই মাসের শেষের দিকে স্নাতকের সাধারণ কোর্স এবং বিটেক– বিসিএ– ল্যাটারাল এন্ট্রি কোর্সগুলির ক্ষেত্রে আবেদন শুরু করতে পারবেন আবেদনকারীরা। স্নাতকোত্তরের কোর্সগুলির জন্য আবেদন শুরু হবে আগস্ট মাসের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আবেদন শুরু হবে। তবে এ বছর করোনা পরিস্থিতির জন্য ভর্তির আবেদনে কোনও ফি লাগবে না বলে আলোচনা হয়েছে। দু একদিনের মধ্যেই ভর্তির ক্ষেত্রে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্য আলিয়ার ওয়েবসাইটে জানানো হবে। পাশাপাশি বিজ্ঞপ্তি দিয়েও জানানো হবে বলে জানিয়েছে আলিয়া কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলিয়াও অনলাইনে ক্লাস চালু– সেমিস্টার পরীক্ষা সহ অন্যান্য প্রক্রিয়া চালু রেখেছে ভর্তিও হচ্ছে অনলাইনে।
ছাত্র ভর্তি কী ভাবে হবে, এই বিষয়টি স্কুল শিক্ষা দফতর প্রকাশ করলেও আলিয়ায় ভর্তি হতে আগ্রহী পডYয়ারা খুবই সমস্যায় ছিল। কীভাবে ভর্তি হবে– কারা আবেদনের সুবিধা পাবে– কবে থেকে ক্লাস চালু হবে সেই নিয়ে পুবের কলমের দফতরে বিভিন্ন জিজ্ঞাসা করছিলেন আলিয়ার পড়ুয়ারা আলিয়া বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয়ের আলোচনাগুলি জানানোর ফলে খুশি আবেদনকারী ও অভিভাবকরা।
উল্লেখ্য, স্কুল শিক্ষা দফতর পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে আগামী ২ আগস্ট থেকে স্নাতকে ভর্তি শুরু হচ্ছে। স্নাতকে ভর্তি শেষ হবে ৩০ সেপ্টেম্বর। কলেজে ক্লাস শুরু হকে ১ অক্টোবর থেকে। স্নাতকোত্তরে ভর্তি হবে ১ সেপ্টেম্বর থেকে। তবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে কোনও প্রবেশিকা পরীক্ষা ও ফি নেওয়া হবে না। লাগবে না কোনও আবেদন ফি।
উল্লেখ্য, জুলাই মাসের মধ্যেই সিবিএসই– আইসিএসই’র ফলাফল বের হবে। তাই কলেজে ভর্তি নিয়ে তোড়জোড় শুরু করেছে সংশ্লিষ্ট দফতর। করোনা পরিস্থিতিতে পরীক্ষা নিতে পারেনি সিবিএসই– আইসিএসই বোর্ড। পাশাপাশি রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও পূর্বের নম্বরের ভিত্তিতে ফল প্রকাশ করবে।