তেহরান: সিরিয়ায় সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠী যে তাণ্ডব চালানো শুরু করেছে তাতে উস্কানি দিচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল। এমনই অভিযোগ করল ইরান। দেশটির বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ‘আরব এই দেশটিতে উগ্রবাদী সন্ত্রাসীদের জঘন্য তৎপরতা ও তাণ্ডব বন্ধের জন্য এখনই আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।’
গত সপ্তাহে বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শাম সিরিয়ার আলেপ্পো ও ইদলিব প্রদেশে আকস্মিকভাবে হামলা চালায় এবং বেশ কয়েকটি শহর ও গ্রাম দখল করে নেয়। তবে এরইমধ্যে সিরিয়া ও রাশিয়ার সেনারা পালটা প্রতিরোধ গড়ে তুলেছে এবং সম্মিলিত বাহিনীর বিমান হামলায় তেরোশোর বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী বলেন, এ সব সন্ত্রাসী গোষ্ঠী ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার সমর্থন নিয়ে পুনর্গঠিত হয়েছে। সিরিয়ায় সন্ত্রাসীদের এই সাম্প্রতিক তাণ্ডবের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। একইসঙ্গে আঞ্চলিক দেশগুলিকে বিশেষভাবে সজাগ ও সতর্ক থাকার কথাও বলেন আব্বাস আরাকচি।
ইরানের পবিত্র মাশহাদ নগরীতে মঙ্গলবার অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকোর মন্ত্রি পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির সুযোগ নিয়ে সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসীদের নতুন করে তাণ্ডব শুরুর কঠোর নিন্দাও জানান আরাকচি। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, পুরো বিশ্ব দেখছে ইহুদিবাদী ইসরাইল গত এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এবং লেবাননে কী ধরনের পৈশাচিক বর্বরতা চালাচ্ছে।