পুবের কলম প্রতিবেদকঃ কেন্দ্রীয় সরকারের স্টেট এডুকেশন বিভাগ প্রকাশ করল ইনস্টিটিউশনস অন ইনোভেশন অ্যাচিভমেন্টস-এর অটল Ranking- (এআরআইআইএ)। এই Ranking-য়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তালিকায় রয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়। কাজকর্ম এবং আগামীদিনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে Ranking- প্রকাশ করেছে এই সংস্থা।
প্রযুক্তি– গবেষণা– ম্যানেজমেন্টের বিষয়ে আলিয়া বিশ্ববিদ্যালয় যেভাবে এগোচ্ছে– তাতে আগামীদিনে আরও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে– যা ওই ব্র্যান্ড Ranking-য়ে উঠে এসেছে।
উল্লেখ্য এই Ranking প্রকাশে এআরআইআইএ চারটি পর্যায়ে বিভক্ত করেছে। ওই Ranking-য়ে এ রাজ্যের আলিয়া বিশ্ববিদ্যালয় ব্রান্ড-প্রোসেসিং পর্যায়ে রয়েছে।
এই Ranking-য়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলি– রেজিস্ট্রার সৈয়দ নুরুস সালাম– গবেষক কমিটির চেয়ারম্যান অধ্যাপক কাজী আল ফ্রেড প্রমুখ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
জানা গিয়েছে– এই Ranking য়ে ১৪০০ বেশি শিক্ষা প্রতিষ্ঠান এই Ranking য়ে অংশগ্রহণ করেছে। এআরআইআই এর Ranking অনুসারে উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়নের প্রচার এবং সমর্থনে সাতটি ভারতীয় প্রযুক্তি এবং ইনস্টিটিউট এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু সহ ১০টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া আইআইটি মাদ্রাজ– আইআইটি বোম্বে– আইআইটি– দিল্লি– আইআইটি কানপুর শীর্ষ Rank পেয়েছে।