পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলেন ৬৫ বছর। নিজের বাসভবনেই দুপুর ২.৩৫ মিনিট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যানসারের কথা কাউকে জানতে দেননি অভিনেত্রী। এই মারণব্যাধির সঙ্গে একাই লড়াই করেছিলেন তিনি। বাংলা থেকে শুরু করে হিন্দি অভিনয় দুনিয়ার অবাদ বিচরণ ছিল তাঁর। শ্রীলা মজুমদারের অকাল প্রয়াণের খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী।
মৃণাল সেনের হাত ধরে মাত্র ১৬ বছর বয়সে অভিনয় কেরিয়ার শুরু করেন শ্রীলা। তারপর থেকে একের পর এক ছবিতে নিজের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। বলিউডে শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটিল, ফারুক শেখের সঙ্গেও কাজ করেছেন শ্রীলা মজুমদার।
২০০৩ সালে ‘চোখের বালি’ সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের জন্য বাংলায় ডাবিংও করেছিলেন তিনি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি “পালান”-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। মৃণাল সেনের শতবর্ষ উপলক্ষে খারিজ” ছবির অনুপ্রেরণায় ছবিটি বানান কৌশিক।”খারিজ” ছবিতেও শ্রীলা অভিনয় করেছিলেন।
১৩ জানুয়ারি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রয়াত অভিনেত্রী। ২৩ তারিখ পর্যন্ত সেখান চিকিৎসা চলে তাঁর। তারপর বাড়ি ফিরে আসেন। বাসভবনেই জীবনাবসান হয় অভিনেত্রীর। আজ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।