পুবের কলম, ওয়েবডেস্ক :কলকাতার অভিজাত এলাকার বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১ টা নাগাদ কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে অগ্নিকাণদের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।ওই বহুতল আবাসনের বাসিন্দারা আগুন এবং তিব্র ধোঁয়া দেখতে পান।এরপরেই তড়িঘড়ি ভবনের আবাসিকদের বাইরে বের করে আনা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছায় এবং ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যদিও কীভাবে ওই বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা জানা যায়নি। আতঙ্কিত ওই বহুতলের আবাসিকদের প্রাথমিক অনুমান, গিজারে শর্টসার্কিটের ফলেই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
ঐ ভবনের কাছাকাছি হাসপাতাল এবং স্কুল থাকায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারাও। এদিন অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, অগ্নি নির্বাপন দফতরের কর্মীদের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা হয় এবং কুলিং প্রসেস চালু করে তাপমাত্রা কমানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা।পরিস্থিতি খতিয়ে দেখতে ঘতনাস্থলে দমকলের সিনিয়র আধিকারিকদের পাঠানো হয় বলেও জানান মন্ত্রী সুজিত বসু।