পুবের কলম প্রতিবেদক: আর কয়েকদিন পরেই আলোর উৎসব দীপাবলি। এই দীপাবলিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাজার বসেছে বিভিন্ন জায়গায়। রংবেরঙের লাইট বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ধরণের বাজিও বিক্রি শুরু হয়ে গিয়েছে। কিন্তু– হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় বেআইনিভাবে বিক্রি হচ্ছে নিষিদ্ধ শব্দবাজি। এবার সমস্ত রকমের শব্দবাজি নিষিদ্ধ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। কোভিড পরিস্থিতিতে মানুষের স্বাস্থের কথা মাথায় রেখে সমস্ত রকমের বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ কার্যকর করা হোক এই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আগামী ২৯ অক্টোবর এই মামলার শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত– বিশেষজ্ঞদের মতে করোনায় সংক্রমিত হলে ফুসফুসে মারাত্মক ক্ষতি হয়। এরফলে অনেকের ফুসফুসের কার্য ক্ষমতা স্বাভাবিকের চেয়ে অনেক কমে যায়। বাজি পোড়ানো হলে বাতাসে দূষণ মাত্রাতিবিক্ত হারে বেড়ে যায়। এই অবস্থায় বাজি পোড়ানো হলে রোগীরা আরও সমস্যায় পড়বেন। পরিবেশবিদরা এনিয়ে বার বার সচেতন করেছেন। তাই মানুষের সুবিধার জন্য এবং পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণের জন্য কলকাতা হাইকোর্টের হস্ত ক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন মামলাকারী।