Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ক্যান্সারে স্বামীর মৃত্যু: হতাশাগ্রস্ত হয়ে ১৩ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে আত্মহত্যা মা'য়ের

Kibria Ansary

Published: 14 July, 2024, 05:32 PM
ক্যান্সারে স্বামীর মৃত্যু: হতাশাগ্রস্ত হয়ে ১৩ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে আত্মহত্যা মা'য়ের

বেঙ্গালুরু, ১৪ জুলাই: তিন মাস আগে মারণরোগ ক্যান্সার স্বামীর মৃত্যু হয়। তাতেই হতাশাগ্রস্ত হয়ে চরম পদক্ষেপ নিলেন স্ত্রী। ১৩ বছর বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে আত্মহত্যা করলেন ৪৩ বছর বয়সী এক মহিলা। ঘটনাটি বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা থানা এলাকার। পুলিশ জানিয়েছেন, গত শুক্রবার ইয়েলাহাঙ্কা এলাকার একটি অ্যাপার্টমেন্টে মা-ছেলে হত্যা করেন। মৃত গৃহবধূর নাম রম্যা ও তাঁর ছেলের নাম ভার্গব। সে একটি বেসরকারি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। তদন্তে জানা গেছে, প্রায় তিন মাস আগে ক্যান্সারে স্বামীর মৃত্যুতে হতাশাগ্রস্ত হয়ে মা-ছেলে আত্মহত্যা করেন।

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার বিকেলে ঘটনাটি প্রকাশ্যে আসে। রম্যার একটি মেয়েও রয়েছে। সে একটি বেসরকারি কলেজে বিএসসিতে পাঠরত। পড়াশোনার সূত্রে সুনকাদাকাট্টে থাকে সে। ওইদিন সে বাড়ি এসে দেখে তার মায়ের দেহ ঝুলছে। ভাইয়ের দেহটি বিছানায় পড়ে থাকতে দেখে। মনে করা হচ্ছে, মেয়েটির ভাই ভার্গব প্রথমে আত্মহত্যা করে। ছেলের মৃত্যু দেখে তিনিও গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এক পুলিশ আধিকারিক বলেন, "সম্ভবত বুধবারই ঘটনাটি ঘটেছে। দেহগুলো পচাগলা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা করার আগে রম্যা ফোনে তার মেয়ের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তার মা ও ভাইয়ের কোনো সাড়া না পাওয়ায় শুক্রবার মেয়েটি তাদের খোঁজ নিতে চলে আসে।" পুলিশ আরও জানিয়েছে, আত্মহত্যার আগে মেয়ের উদ্দেশ্যে একটি নোট লিখে গেছেন তার মা। তাতে তিনি লিখেছেন, তিন মাস আগে ক্যান্সারে স্বামীর মৃত্যুর কারণে তিনি হতাশায় ভুগছিলেন। যে কারণেই তিনি চরম পদক্ষেপ নিচ্ছেন।

Leave a comment