Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

উত্তপ্ত বাংলাদেশ, পেট্রাপোলে রফতানি বন্ধ করল ভারত

আবুল খায়ের

Published: 20 July, 2024, 07:04 PM
উত্তপ্ত বাংলাদেশ, পেট্রাপোলে রফতানি বন্ধ করল ভারত

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে রফতানি বন্ধ করল ভারত শনিবার সকালে ৩৫টি ট্রাক সীমান্ত পেরোনোর পরেই বন্ধ করে দেওয়া হয়েছে রফতানি ধীর গতিতে চলছে আমদানি সমস্যায় পড়েছেন যাঁরা মুদ্রা বিনিময় ব্যবসায়ী ও যান চালকরা ফিরতে না পেরে চিন্তিত বাংলাদেশের বাসিন্দারাও আমদানি চলছে ধীর গতিতে পেট্রাপোল ক্লিয়ারিং ফরোয়ার্ডিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, 'শনিবার সকালে রফতানি শুরু হওয়ার পরে ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গে কথা বলে রফতানি বন্ধ করা হয়েছে পণ্য পাঠানোর জন্যে ওপারে পানাপোলের লোকজনের সঙ্গে গাড়ি নিয়ে যোগাযোগ করছিলাম কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার জন্যে যোগাযোগ করা যায়নি এর ফলে পণ্য কীভাবে পাঠানো হবে তা নিয়ে আতঙ্ক তৈরি হয়'  

এদিকে, ত্রিপুরার তিন দিকেই বাংলাদেশ সীমান্ত ৮৫৬ কিলোমিটার কাঁটাতার দিয়ে ঘেরা আগরতলা-সহ আরও ৩টি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে চলে যাতায়াত কোটা-বিরোধী ছাত্র আন্দোলনে পড়শি দেশে পরিস্থিতি অশান্ত ফলে দু'দেশের পর্যটকরা পড়েছেন সমস্যায় বাড়ি ফেরা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ আজ ও কাল সীমান্তে বিটিং রিট্রিট বন্ধ রাখা হয়েছে

অন্যদিকে, নদিয়ার গেদে সীমান্ত দিয়েও বাংলাদেশ থেকে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা ঢাকায় ডাক্তারি পড়েন এই ছাত্রছাত্রীরা তাঁদের দাবি, গতকাল রাতে গুলি চলে ভয়ে বেরোতে পারেননি কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বন্ধ তাই রাতে বাস ধরে ঢাকা থেকে দর্শনায় এসে গেদে সীমান্ত দিয়ে দেশে ফেরেন ভারতীয় পড়ুয়ারা

 

 

পাশাপাশি, জলপাইগুড়ির ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চলছে যাতায়াত কেউ পড়তে গিয়েছিলেন বাংলাদেশে, কেউ ভারতে এসেছিলেন ঘুরতে দু'দলই তড়িঘড়ি ফিরতে চাইছেন বাড়ি ফুলবাড়ি সীমান্ত দিয়ে নেপালের কয়েকজন পড়ুয়াও সড়কপথে দেশে ফিরছেন

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে আন্দোলন করছেন পড়ুয়ারা পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘাতে শনিবার সকাল পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে শুক্রবার রাত থেকে বাংলাদেশে জারি করা হয়েছে কার্ফু রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা

Leave a comment