Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

মধ্যপ্রদেশ: সরকারি স্কুলে প্রতিদিন মদ্যপ অবস্থায় আসেন শিক্ষকরা, তদন্ত শুরু

Bipasha Chakraborty

Published: 13 July, 2024, 07:42 PM
মধ্যপ্রদেশ: সরকারি স্কুলে প্রতিদিন মদ্যপ অবস্থায় আসেন শিক্ষকরা, তদন্ত শুরু

 

ভোপাল, ১৩ জুলাই: শিক্ষাক্ষেত্রে অরাজকতা! মদ্যপান করে স্কুলে পড়াতে আসছেন সরকারি স্কুলের শিক্ষকরা। ঘটনা মধ্যপ্রদেশের। জানা গেছে, প্রতিদিন ১১ জন শিক্ষক স্কুলে আসেন মদ্যপ অবস্থায়। মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত ডিন্ডোরি জেলায় অন্তত ১১ জন সরকারি স্কুল শিক্ষককে নিয়মিত মদ্যপ অবস্থায় ক্লাসে আসতে দেখা গেছে। জেলা আদিবাসী বিভাগ এই বিষয়ে একটি রিভিউ রিপোর্ট তৈরি করেছে। কমিটি এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী, মদ্যপ ছাড়াও ৯ জন শিক্ষক দীর্ঘদিন ধরেই স্কুলে আসেন না। তাদের নোটিশ পাঠানো হয়েছে। 

ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট (ডিন্ডোরি)-এর সহকারি কমিশনার সন্তোষ শুক্লা বলেন, ২৮ জুন তিনি মদ্যপ হয়ে ক্লাসে আসা শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ এবং অনুপস্থিতি নিয়ে শিক্ষামণ্ডলীর অফিসারদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের এই আচরণের কারণ জানাতে হবে। তবে তাদের এখনও বরখাস্ত করা হয়নি। তারা অ্যালকোহল সেবন করেছেন কিনা তা মেডিকেল রিপোর্টের মাধ্যমেই স্পষ্ট হবে। কয়েকজন শিক্ষক বছরের পর বছর ধরে স্কুলে আসেন না, তাদেরও নোটিশ পাঠানো হয়েছে। হতে পারে তারা অন্যত্র চাকরি নিয়েছেন। শুক্লা জানিয়েছেন, তবে অনুপস্থিত থাকাকালীন তারা বেতন পাননি। অন্যদিকে দুই স্ত্রী থাকায় অন্তত সাতজন শিক্ষক সিভিল সার্ভিস বিধি লঙ্ঘন করছেন। 

জেলার সরকারি স্কুলে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য সমস্ত উন্নয়ন ব্লকে একই রকম তদন্ত করা হবে বলে জানিয়েছেন শুক্লা।

Leave a comment