Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

স্বৈরাচারীদের সঙ্গে যাবেন কিনা সিদ্ধান্ত নিতে হবে চন্দ্রবাবু নীতীশকেঃ সঞ্জয় রাউত

News Desk

Published: 05 June, 2024, 08:46 PM
স্বৈরাচারীদের সঙ্গে যাবেন কিনা সিদ্ধান্ত নিতে হবে চন্দ্রবাবু নীতীশকেঃ সঞ্জয় রাউত

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ লোকসভা নির্বাচনের প্রকাশিত ফলাফলে দেখা গেছে কোনও রাজনৈতিকই দলই সরকার গঠনের একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করেনি পরস্পর বিরোধী দুই জোট এনডিএ এবং ইন্ডিয়া জোট ইতিমধ্যে সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে দুই জোটের সদস্য রাজনৈতিক দলের নেতার বুধবার দিল্লিতে সভা করেছেন এরমধ্যেই এনডিএ জোটের সদস্য রাজনৈতিক দল অন্ধ্রপ্রদেশের টিডিপি এবং বিহারের জেডিইউকে উদ্দেশ্য করে বার্তা দিলেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বুধবার শিবসেনা (ইউবিটি) নেতা দুই দলের সুপ্রিমোদের উদ্দেশ্য করে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় স্বৈরাচারের সঙ্গে হাত মেলাতে চান কি না সেই সিদ্ধান্ত তাদের নিতে হবে একইসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নৈতিক পরাজয় মেনে নেওয়া উচিৎ কারণ, তার দল সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পান নি মোদি ব্র্যান্ড এখন শেষ হয়ে গেছে

এ দিন এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিলে এবং জোটের প্রধানমন্ত্রী মুখ হলে তাদের কোনও আপত্তি নেই রাউত বলেন,'চন্দ্রবাবু এবং নীতীশ কুমারকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা স্বৈরাচারী শাসকের সঙ্গে হাত মেলাতে চান নাকি গণতান্ত্রিক সরকারের পক্ষে থাকতে চান' তিনি বলেন,  'আমি মনে করিনা যে তারা স্বৈরাচারীদের সঙ্গে যাবেন'

পাশাপাশি রাউত এ দিন দাবি করেন, মোদিজি তৃতীয়বার সরকার গঠন করছেন না উল্লেখ্য, লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী বিজেপি ২৪০টি আসন দখল করে যে সংখ্যা ম্যাজিক ফিগার থেকে ৩২টি আসন কম ফলে পদ্ম শিবির এখন এনডিএ জোটের দুই সদস্য চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টি (টিডিপি) এবং নীতীশ কুমারের জেডি(ইউ)-এর সমর্থনের উপর নির্ভরশীল টিডিপির প্রাপ্ত আসন সংখ্যা ১৬ এবং জেডি(ইউ)-র প্রাপ্ত আসন সংখ্যা ১২টি আসন

Leave a comment