Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

কীভাবে টিকবে এই সরকার?, মোদি সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন মমতার

Kibria Ansary

Published: 12 July, 2024, 10:22 PM
কীভাবে টিকবে এই সরকার?, মোদি সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন মমতার

মু্ম্বাই, ১২ জুলাই: মু্ম্বাই সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বানি পুত্রের বিয়ের অনুষ্ঠানে মুম্বাইতে মমতা গেলেও এই সফরে একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে মমতার। এরমধ্যেই শুক্রবার মুম্বাইতে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে এক বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো। বৈঠকের পর খেলা শুরু হয়ে গিয়েছে, চলতে থাকবে বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, 'বাংলায় কংগ্রেস, সিপিএমের সঙ্গে কোনও জোট নেই। তবে দিল্লিতে কংগ্রেসসহ সকলের সঙ্গে আমরা একসঙ্গে আছি এবং আমরা যথেষ্টই শক্তিশালী।' একইসঙ্গে বর্তমান সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন নেত্রী। তাঁর প্রশ্ন, 'কীভাবে টিকবে এই সরকার?'

এদিকে জোট শরিক শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের পর জোটের আরেক সঙ্গী এনসিপি প্রধান শরদ পাওয়ার-এর পাশাপাশি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো। তবে এদিন মমতা জানিয়েছেন, মুম্বাইতে নির্বাচনের সময় তিনি উদ্ধব থ্যাকারের হয়ে প্রচারে আসবেন।

Leave a comment