Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

স্কুলে বসে 'CANDY CRUSH' গেম খেলায় মত্ত শিক্ষক, ধরা পরতেই বহিষ্কার করল শিক্ষা দফতর

ইমামা খাতুন

Published: 11 July, 2024, 02:18 PM
স্কুলে বসে 'CANDY CRUSH' গেম খেলায় মত্ত শিক্ষক, ধরা পরতেই বহিষ্কার করল শিক্ষা দফতর

পুবের কলম,ওয়েবডেস্ক:  যত কাণ্ড যোগীরাজ্যে। এবার স্কুলে বসে 'CANDY CRUSH' খেলার অভিযোগে সাসপেন্ড শিক্ষক।  নাম প্রিয়ম গোয়েল। যোগীরাজ্যের একটি প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল জেলায়। দিন কয়েক আগেই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন জেলা শাসক। কয়েকজন পড়ুয়ার খাতা পর্যবেক্ষণ করে তিনি একাধিক ভুল দেখতে পান। যেগুলো মূলত ওই শিক্ষক চেক করেছিলেন।  জেলা শাসক জানিয়েছেন, স্কুলের ছ'জন পড়ুয়ার লেখায় অন্ততপক্ষে ৯৫টি ভুল চোখে পড়ে। ওই টিচার খাতা চেক করার পরেও তাঁর চোখে এতগুলো ভুল চোখে পড়েনি কেন? তদন্তের স্বার্থে শিক্ষকের ফোন পরীক্ষা করেন জেলা শাসক। 



ফোনের একটি অ্যাপে ধরা পড়ে, স্কুলে সাড়ে পাঁচ ঘণ্টা থাকাকালীন আড়াই ঘণ্টা তিনি 'CANDY CRUSH' খেলেন। বিভিন্ন সোশ্যাল সাইটে আধ ঘণ্টা সময় ব্যয় করেন। ফোনে কথা বলেন ২৬ মিনিট। ক্লাস চলাকালীন বেশিরভাগ সময় গেমের পিছনে ব্যয় করেন।  প্রিয়মের এমন কীর্তির কথা শিক্ষা দফতরে জানান জেলা শাসক। এরপরই তাঁকে সাসপেন্ড করা হয়।  

 




 

 

Leave a comment