Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বন্দে ভারতে খাবার পরিবেশনে ভুল, রেলকর্মীকে সপাটে চড় বৃদ্ধ যাত্রীর

Bipasha Chakraborty

Published: 31 July, 2024, 02:53 PM
বন্দে ভারতে খাবার পরিবেশনে ভুল, রেলকর্মীকে সপাটে চড় বৃদ্ধ যাত্রীর

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শখের ট্রেন বন্দে ভারত। এবার সেই ট্রেনের মধ্যে যাত্রীর সঙ্গে রেলকর্মীর অশান্তির ঘটনা ভাইরাল হল। জানা গেছে, খাবার পরিবেশনে ভুল হওয়ায় রেলকর্মীকে টেনে চড় কষালেন বৃদ্ধ যাত্রী। রেলকর্মী বলেন, ভুল বশত তার এই ঘটনা ঘটেছে। তার পরেও ওই বৃদ্ধ যাত্রী রেলকর্মীকে থাপ্পড় মারেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। সমালোচনার ঝড় উঠেছে। গত ২৬ জুলাই রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ঘটনা। জানা গেছে, বন্দে ভারতের ওই যাত্রী নিরামিষ খাবার অর্ডার দিয়েছিলেন। কিন্তু ওয়েটার তাকে ভুলবশত আমিষ খাবার দেন।  

খাবারের প্যাকেটের উপরে নিরামিষ-আমিষ স্পষ্টভাবে উল্লেখ করা থাকলেও ওই বৃদ্ধ যাত্রী তা দেখেননি। কয়েক গ্রাস খাবার খাওয়ার পর তিনি বুঝতে পারেন যে নিরামিষের বদলে আমিষ খাবার খেয়ে ফেলেছেন তিনি। তার পরেই অত্যন্ত রেগে যান ওই বৃদ্ধ যাত্রী। খাবার পরিবেশনকারিকে ডেকে গালিগালাজ শুরু করেন তিনি। রেলকর্মী ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেও, শান্ত হননি ওই যাত্রী। সপাটে চড় কষান তিনি। গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে যান অন্যান্য যাত্রীরা। অপ্রস্তুত হয়ে যান ওই রেলকর্মী। কোনও রকমে চোখের জল লুকিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। ওই বৃদ্ধের আচরণে রীতিমতো ক্ষুব্ধ হয়ে অন্যান্য যাত্রীরা তার প্রতিবাদ জানান। কিন্তু তাতেও দমবার পাত্র ছিলেন ওই বৃদ্ধ যাত্রী। অন্যান্য যাত্রীদের সঙ্গেও ঝগড়া চালিয়ে যান তিনি। যাত্রীদের বলতে শোনা যায়, 'গরিব বলে ওয়েটারকে চড় মারার কোনও অধিকার নেই আপনার। আপনি ক্ষমা চান। তবে বৃদ্ধ ক্ষমা চাননি। পরিস্থিত নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। বৃদ্ধ যাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে কি না, তা জানা যায়নি।

 

Leave a comment