Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

মুম্বাইয়ে হিট অ্যান্ড রান: শিব সেনা নেতাকে দলীয় পদ থেকে সরাল একনাথ শিন্ডে

Kibria Ansary

Published: 10 July, 2024, 06:37 PM
মুম্বাইয়ে হিট অ্যান্ড রান: শিব সেনা নেতাকে দলীয় পদ থেকে সরাল একনাথ শিন্ডে

মু্ম্বাই, ১০ জুলাই: মুম্বাইয়ের 'হিট অ্যান্ড রান'কাণ্ডে গ্রেফতার হয়েছেন শিব সেনা নেতার ছেলে মিহির। এবার বাবাকেও দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হল। বুধবার একনাথ শিন্ডের দলের ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শিব সেনা নেতা রাজেশ শাহকে।

উল্লেখ্য, একটি বাইককে পেছন থেকে সজোরে ধাক্কা মারে বিএমডব্লিউ গাড়ি। বাইকে থাকা এক মহিলাকে প্রায় ১০০ মিটার পর্যন্ত হেঁচড়ে নিয়ে যায় বিএমডব্লিউ গাড়িটি। মর্মান্তিক মৃত্যু হয় মহিলার। ঘটনাটি ঘটেছে গত রবিবার (৭ জুলাই) সকালে মুম্বাই শহরের ওরলি এলাকায়। জানা যায়, বাইকে করে যাচ্ছিলেন এক দম্পতি। পেছন থেকে জোরে আঘাত করে দ্রুতগামীর বিএমডব্লিউ গাড়িটি। ঘটনায় স্বামী বেঁচে গেলেও গুরুর আহত হন স্ত্রী। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জোর ধাক্কায় বাইক আরোহী স্বামী-স্ত্রী ছিটকে গাড়িটির বনেটের ওপর গিয়ে পড়েন। প্রাণ বাঁচাতে সেখান থেকে রাস্তায় ঝাঁপ দেন স্বামী। কিন্তু স্ত্রী ঝাপ দিতে পারেননি। গাড়িটি পালিয়ে যাওয়ার লক্ষ্যে ওই মহিলাকে নিয়েই প্রায় ১০০ মিটার পথ হেঁচড়ে নিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম কাবেরী নাকভা। তার স্বামীর নাম প্রদীক নাকভা। এই দম্পতি ওরলির কোলিওয়াড়া এলাকায় থাকেন। মাছের ব্যবসা করেন। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে তারা মাছ কেনার জন্য বাইকে চেপে সাসুন ডকে যান। মাছ কিনে ফেরার পথে পেছন থেকে এসে ধাক্কা মারে গাড়িটি। পুলিশ জানায়, বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন মহারাষ্ট্রের শিবসেনা (শিন্ডে শিবির) নেতার ছেলে মিহির শাহ।

মর্মান্তিক ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যতদিন মুখ্যমন্ত্রীর কুর্সিতে রয়েছেন, কারও সঙ্গে পক্ষপাতিত্ব করা হবে না। দোষীরা প্রত্যেকেই আইনের চোখে সমান। সকলেই সমান শাস্তি পাবে। এক্স হ্যান্ডলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী লেখেন, ‘হিট অ্যান্ড রান ঘটনা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। এটা কখনই মেনে নেওয়া যায় না, ক্ষমতাবান এবং প্রভাবশালীরা তাঁদের ক্ষমতার অপব্যবহার করে আইনে ফাঁকি দেবে। সাধারণ নাগরিকের জীবন আমাদের কাছে মূল্যবান।'

 অন্যদিকে, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল রাজেশ শাহকে। যদিও গ্রেফতারির ২৪ ঘণ্টার মধ্যেই ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যান তিনি। এবার তাকে দলীয় পদ থেকে সরিয়ে দিল শিব সেনা।

দেশ - এর থেকে আরোও খবর

Hit and run in Mumbai Shiv Sena leader sacked from party post by Eknath Shinde

Leave a comment