Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত অসম, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬

Kibria Ansary

Published: 04 July, 2024, 09:56 PM
বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত অসম, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬

গুয়াহাটি, ৪ জুলাই: বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত অসম। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। ফের নতুন ৮ জনের মৃত্যু হয়েছে। বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছেন প্রায় ১৬ লাখ মানুষ। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে অসমের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ)।

প্রসঙ্গত, অসমে গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত হয়েছে এবং এখনও অব্যাহত রয়েছে। এ কারণেই রাজ্যজুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত কয়েকদিনে প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার আরও আটজনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৬ জনে। রাজ্যটির ৩৫টি জেলার মধ্যে ২৭টির ২ হাজার ৮০০টি গ্রাম বন্যা কবলিত। ফলে ওইসব এলাকায় জলবন্দি হয়ে পড়েছেন ১৬ লাখ ২৫ হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ধুবড়িতে পানিবন্দি হয়ে পড়েছেন ২ লাখ ২৩ হাজার মানুষ।
 বন্যায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেক জেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকারীরা বিভিন্ন স্থান থেকে অন্তত ৮ হাজার ৩৭৭ জনকে উদ্ধার করেছেন। টানা বর্ষণে সৃষ্ট বন্যায় অসমের ৪২ হাজার ৪৭৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন লাখ ৮৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেয়া হয়েছে। বাঁধ, সড়ক ও সেতুসহ বিভিন্ন অবকাঠামো ভেঙে পড়েছে।

দেশ - এর থেকে আরোও খবর

Flood-hit Asam death toll rises to 56

Leave a comment