Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

কেরলে ভয়াবহ ভূমিধসে মৃত ৬৩ জখম কমপক্ষে ৭০, শোকপ্রকাশ মোদি, রাহুলের- সাহায্যের আশ্বাস স্ট্যালিনের

আবুল খায়ের

Published: 30 July, 2024, 03:44 PM
কেরলে ভয়াবহ ভূমিধসে মৃত ৬৩ জখম কমপক্ষে ৭০, শোকপ্রকাশ মোদি, রাহুলের- সাহায্যের আশ্বাস স্ট্যালিনের

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ প্রবল বৃষ্টিতে এমনিতেই বিপর্যস্ত কেরল। তারমধ্যেই ঘটে গেল ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। মঙ্গলবার ভোররাতে আচমকা ভূমিধসের ঘটনা ঘটে কেরলের ওয়েনাড়ে। মুহুর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায় গোটা গ্রাম। মর্মান্তিক এই ভূমিধসে শতাধিক লোক চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬৩। জখম কমপক্ষে ৭০ জন। প্রবল বৃষ্টির মাঝেই চলছে উদ্ধার কাজ। কেরলের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছে পুলিস, এনডিআরএফ, সেনা, নৌসেনা ও বায়ু সেনা।   

ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে চালু করা হয়েছে হেল্প লাইন নম্বর। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযানের জন্য বিমান বাহিনীও পাঠানো হয়েছে ভূমিধসে বিধ্বস্থ এলাকায়। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বায়ুসেনার দুটি হেলিকপ্টার এমআই১৭ ও এএলএইচ পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ- জাতীয় স্বাস্থ্য মিশন কন্ট্রোল রুম খুলেছে এবং জরুরি সহায়তার জন্য হেল্পলাইন নম্বর- ৯৬৫৬৯৩৮৬৮৯  এবং ৮০৮৬০১০৮৩৩ রাখা হয়েছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধি। মৃতদের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এ দিন প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ওয়েনাড়ে ভূমিধসের খবরটি পেয়ে উদ্বিগ্ন আমি। এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে আছি। সকলের জন্য আমার প্রার্থনা রইল। যেখানে যেখানে ভূমিধস হয়েছে সেখানে উদ্ধারকাজ চলছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে গোটা ঘটনাটি নিয়ে কথা হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে কেন্দ্রের পক্ষ থেকে যা করণীয় তা করা হবে। কেরলের মুখ্যমন্ত্রীকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রতিবেশী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ইতিমধ্যে ৫ কোটি টাকা আর্থিক সাহায্য করেছে। পাশাপাশি দমকলের ২০ জন কর্মী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২০ জন আধিকারিককে ওয়ানাড়ে যেতে নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার। পাঠানো হয়েছে ১০ জন চিকিৎসককেও।  

    

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, রোগীদের চিকিৎসার জন্য সব হাসপাতালকে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, "ওয়েনাড়ে ভূমিধসের পর, জরুরি স্বাস্থ্য সুবিধার জন্য হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। সরকারি হাসপাতাল-সহ সমস্ত বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। সমস্ত স্বাস্থ্য সুবিধা রাতেই সম্পূর্ণরূপে চালু ছিল। স্বাস্থ্যকর্মীদের আরও দল মোতায়েন করা হবে। ঘটনায় শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সামাজিক মাধ্যমে তিনি জানান, "ওয়েনাড়ে মেপ্পাদির কাছে বিশাল ভূমিধস হয়েছে। আমি গভীরভাবে দুঃখিত। যারা আটকা পড়েছে, শীঘ্রই তাদের নিরাপদে উদ্ধার করা হবে। আমি কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। ত্রাণ দেওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করতে বলেছি।"

প্রবল বৃষ্টির সময় মঙ্গলবার রাত ১টার দিকে মুন্ডক্কাই শহরে প্রথম ভূমিধসের ঘটনাটি ঘটে। মুন্ডাক্কাইতে সেই সময় যখন উদ্ধার অভিযান চলছিল যখন ভোর ৪টের দিকে চুরাল মালার একটি স্কুলের কাছে দ্বিতীয় ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসের কারণে স্কুল এবং আশেপাশের বাড়িঘর ও দোকানপাট জল ও কাদায় ভরে যায়। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

এদিকে এরমধ্যেই কেরলে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৌসম ভবনের তরফে জানান হয়েছে, রাজ্যের কোঝিকোড়, মলপ্পুরম, ওয়েনাড় এবং কাসারাগড় এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে। এছাড়া পাথানমথিত্তা, আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদ্দুকি, ত্রিশূর, পালাক্কাডে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। যার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a comment