Sat, October 5, 2024

ই-পেপার দেখুন

হাথরাসে পদপিষ্ট: বাবার ৬ সহযোগীকে গ্রেফতার করল পুলিশ

Kibria Ansary

Published: 04 July, 2024, 05:49 PM
হাথরাসে পদপিষ্ট: বাবার ৬ সহযোগীকে গ্রেফতার করল পুলিশ

লখনই, ৪ জুলাই: হাথরাসে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনায় মহিলা সহ ছয় 'সেবাদার'কে গ্রেপ্তার করল পুলিশ। ইউপি পুলিশের আইজি শলভ মাথুর জানিয়েছেন, এ ঘটনায় চারজন পুরুষ ও দুই মহিলা সহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই আয়োজক কমিটির সদস্য এবং 'সেবাদার' হিসেবে কাজ করতেন।

পুলিশ সূত্রে খবর, মুখ্য সেবাদার দেবপ্রকাশ মধুকরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তার সিদ্ধান্ত দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশে পুলিশের তরফে। আইজি বলেন, "পুলিশ 'ভোলে বাবা'র অপরাধমূলক ইতিহাস অনুসন্ধান করছে। ওই অনুষ্ঠানের অনুমতি তাঁর নামে নেওয়া হয়নি। স্থানীয় সিকান্দ্রা রাউ থানায় দায়ের করা এফআইআরে প্রচারক সুরজপালকে অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়নি।"

উল্লেখ্য, উত্তর প্রদেশের হাথরস জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১০৭ জনের মৃত্যু হয়েছে। হাথরস জেলার সিকান্দ্রা রাউ এলাকার রতি ভানপুর গ্রামে বিশেষভাবে স্থাপিত তাঁবুতে এক ধর্মপ্রচারক তাঁর অনুগামীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। সেই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই তাঁবু থেকে বের হওয়ার সময় শুরু হয় ঠেলাঠেলি। এডিজি আগ্রার জোন অফিসের পিআরও ১০৭জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এদিকে মৃত্যুর সংখ্যা একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীও এনিয়ে শোকবার্তা জানিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সৎসঙ্গে উপস্থিত লোকজন প্রচন্ড গরমের মধ্যে সমস্যায় পড়ে যান। এরপরই লোকজন দৌড়াদৌড়ি শুরু করলে পদপিষ্টের ঘটনা হয়। পুলিশ জানিয়েছে, অনুষ্ঠানের সময় প্রচণ্ড গরম ও আর্দ্রতা ছিল।

দেশ - এর থেকে আরোও খবর

Hathras stampede: Police arrested 6 associates of father

Leave a comment