Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

Breaking: মাওবাদী বিদ্রোহ: ছত্তিশগড়ে সেনা অভিযানে আইইডি বিস্ফোরণ, নিহত ২ জওয়ান, আহত ৪

Kibria Ansary

Published: 18 July, 2024, 01:58 PM
Breaking: মাওবাদী বিদ্রোহ: ছত্তিশগড়ে সেনা অভিযানে আইইডি বিস্ফোরণ, নিহত ২ জওয়ান, আহত ৪

রায়পুর, ১৮ জুলাই: ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণে নিহত হলেন স্পেশাল টাস্ক ফোর্সের (STD) দুই জওয়ান। আরও চার জওয়ান আহত হয়েছেন। ছত্তিশগড়ের রায়পুর থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণে বিজাপুর জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহত জওয়ানরা হলেন রায়পুরের বাসিন্দা কনস্টেবল ভরত লাল সাহু এবং নারায়ণপুর জেলার কনস্টেবল সত্যের সিং কাঙ্গে। আহত হয়েছেন, পুরুষোত্তম নাগ, কোমল যাদব, সিয়ারাম সোরি এবং সঞ্জয় কুমার।

প্রশাসন সূত্রে খবর, ১৬ জুলাই, সিআরপিএফ, এলিট কোবরা, ছত্তিশগড় আর্মড ফোর্স (CAF), ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) এবং এসটিএফের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বাহিনীর একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। তল্লাশি অভিযান শেষে ফেরার পথে বাহিনীকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। বৃহস্পতিবার বিজাপুর জেলার তারেমের জঙ্গলে মান্ডিমারকার কাছে মাওবাদীদের বিস্ফোরণে জওয়ানদের মৃত্যু হয়েছে।

এক পুলিশ আধিকারিক বলেন, নিষিদ্ধ ঘোষিত সিপিআই (মাওবাদী) তিন দশকেরও বেশি সময় ধরে ছত্তিশগড়ে দীর্ঘস্থায়ী বিদ্রোহ চালিয়ে আসছে। তারপরই অভিযানে নামে সেনা। পশ্চিম বস্তার ডিভিশনের দরভা ডিভিশনের বিদ্রোহী এবং বিজাপুর-দান্তেওয়াড়া-সুকমার আন্তঃজেলা সীমান্ত এলাকায় নিষিদ্ধ মাওবাদী সংগঠনের পিএলজিএ মিলিটারি বাহিনীর গতিবিধি সম্পর্কে তথ্য এসেছিল।  

এদিকে, খারাপ আবহাওয়ার কারণে আহত সেনা জওয়ানদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রায়পুরে নিয়ে যাওয়া যায়নি। বর্তমানে আহত জওয়ানরা বিজাপুর থেকে জগদলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।

দেশ - এর থেকে আরোও খবর

Maoist insurgency IED blast in Chhattisgarh army operation 2 jawans killed 4 injured

Leave a comment