Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

আরশোলা, টিকটিকি, ইঁদুর অতীত , মহারাষ্ট্রের মিড-ডে-মিলে পাওয়া গেল মরা সাপ

ইমামা খাতুন

Published: 04 July, 2024, 04:16 PM
আরশোলা, টিকটিকি, ইঁদুর অতীত , মহারাষ্ট্রের মিড-ডে-মিলে পাওয়া গেল মরা সাপ

পুবের কলম,ওয়েবডেস্ক:  আরশোলা, টিকটিকি, ইঁদুর অতীত। এবার মিড-ডে-মিলে পাওয়া গেল মরা সাপ।পশ্চিম মহারাষ্ট্রের সাংলি জেলায় সরকার পরিচালিত একটি অঙ্গনাওয়াড়ি (নার্সারি) স্কুলে শিশুদের মিডডে মিলের প্যাকেটে মরা সাপ পাওয়া গেছে বলেই খবর। জানা গেছে, এদিন শিশু'কে মিড-ডে-মিলের খাবার খাওয়াতে গিয়েই আঁতকে ওঠেন অভিভাবক। দায়ের করা মামলা।    
ঘটনার প্রেক্ষিতে অঙ্গনওয়াড়ির রাজ্য সংগঠনের সহসভাপতি আনন্দী ভোসলে জানান, উক্ত অঙ্গনাওয়াড়ি কেন্দ্রে ছ’মাস থেকে তিন বছর বয়সি শিশুদের খাবার দেওয়া হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। এদিন  ‘ডাল খিচুরি’ পরিবেশন করা হয়েছিল। এক শিশুর বাবা-মা অভিযোগ করেছেন, তাঁদের যে প্যাকেট দেওয়া হয়েছিল, তাতে মরা সাপ মিলেছে। যদিও জেলার অধিকর্তা অবশ্য বিষয়টি নিশ্চিত করেননি। তাঁকে ফোন করা হলে তিনি যোগাযোগ করেননি। 


সূত্রের খবর, বিষয়টি প্রকাশ্যে আসতেই জেলা পরিষদের অধিকর্তা সন্দীপ যাদবের নেতৃত্বে একটি দল ওই অঙ্গনাওয়াড়ি কেন্দ্রে যান। তারা খাবারের প্যাকেটটি খতিয়ে দেখতে নমুনা পরীক্ষাকেন্দ্রে পাঠিয়েছেন। 


 

 

Leave a comment