Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

বদলির খবর ভুয়ো, বরখাস্ত রয়েছেন কুলবিন্দর কৌর

ইমামা খাতুন

Published: 03 July, 2024, 07:01 PM
বদলির খবর ভুয়ো, বরখাস্ত রয়েছেন কুলবিন্দর কৌর

 

 পুবের কলম,ওয়েবডেস্ক:  সাসপেন্ডই রয়েছেন কুলবিন্দর কৌর। সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা’কে চড় মেরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন এই সিআইএসএফ জওয়ান। যার জেরে চাকরি থেকে বহিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতারির খবরও সামনে আসে। ঘটনার প্রায় এক  মাস পার হলেও ছাইচাপা আগুনের ন্যায় জ্বলন্ত রয়েছে ইস্যুটি। এই আবহে মহিলা জওয়ানের বদলির খবর সাড়া ফেলে দেয়। তবে সংবাদ সংস্থা সূত্রে খবর, বিজেপি সাংসদ কঙ্গনা  রানাউতকে যে সিআইএসএফ জওয়ান চড় মেরেছিলেন, এখনও চাকরি থেকে বরখাস্ত রয়েছেন। তবে তাঁকে বেঙ্গালুরুতে সিআইএসএফ-এর একটি রিজার্ভ  ব্যাটেলিয়নে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছে । যে কারণে পুরোদমে কাজে ফেরা এখনই তাঁর পক্ষে সম্ভব নয়।   
প্রসঙ্গত, জুন মাসে কঙ্গনা নয়াদিল্লিতে যাওয়ার পথে চণ্ডীগড় বিমানবন্দরে দায়িত্বরত একজন মহিলা সিআইএসএফ কনস্টেবল তাঁকে চড় মারেন। পঞ্জাবের কৃষক পরিবারের মেয়ে কুলবিন্দর কৌর। পেশায় সিআইএসএফ জওয়ান। মা পেশায় কৃষক। ২০২০ সালে অভিনেত্রীর করা এক মন্তব্যের জেরে এই কাণ্ড ঘটান তিনি। জানা গেছে, কৃষি বিল প্রত্যাহারে কেন্দ্রের বিরুদ্ধে দিল্লির রাজপথে বসেছিলেন কুলবিন্দরের মা। বছর তিনেক আগে কঙ্গনা রানাউত  সে প্রসঙ্গে বলেছিলেন, কৃষক আন্দোলনের জন্য পঞ্জাবের মহিলাদের ১০০ টাকায় কেনা হয়েছে। সেই রাগের বশেই চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত মহিলা জওয়ান কঙ্গনা রানাউতকে সামনে থেকে দেখে ক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে না পেরে সপাটে চড় কষান।

Leave a comment