Sat, October 5, 2024

ই-পেপার দেখুন

এবার মানুষের কামড়ে মৃত্যু হল সাপের

ইমামা খাতুন

Published: 06 July, 2024, 02:01 PM
এবার মানুষের কামড়ে মৃত্যু হল সাপের

পুবের কলম,ওয়েবডেস্ক: ঠিক  যেন উল্টোপুরাণ।  সাপের কামড়ে মানুষ মৃত্যুর কথা অহরহ শোনা যায়। এবার ঘটল উল্টো'টা। এবার মানুষের কামড়ে সাপের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গেছে, ৩৫ বছর বয়সি  সন্তোষ লোহার একজন রেলওয়ের কর্মী। মঙ্গলবার (২ জুলাই) রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেলেন তিনি। এ সময় তাকে একটি সাপ কামড় দেয়। গভীর রাতে সাপের কামড় খেয়ে কি করবেন বুঝতে না পেরে দিগ্বিদিক শূন্য হয়ে তখন তিনি সাপটিকেই ধরে দুবার কামড়ে দেন।

স্থানীয় সংবাদমাধ্যমকে সন্তোষ জানান, তখন হঠাৎ একটি প্রচলিত লোককাহিনীর কথা মনে পড়ে তার। সেটা হলো- কামড় দেওয়া সাপকে পাল্টা কামড় দিয়ে বিষের ক্ষতিকর প্রভাব নষ্ট করা সম্ভব। ঘটনার পরই সন্তোষকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেন। দ্রুতই সুস্থ হয়ে ওঠেন সন্তোষ। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় পরদিন সকালেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

সারা দেশে প্রতিবছর বড় অংশের মানুষ সাপের কামড়ে মারা যান। স্থলভাগের সাপের মধ্যে কম অংশই বিষাক্ত। এদের মধ্যে শঙ্খচূড়, কেউটে, গোখরো, কালাচ, চন্দ্রবোড়া মূলত। সাপের কামড়ের ঘটনায় এই প্রজাতির সাপের কামড়ই অধিকাংশ হয়। 

Leave a comment