Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

১ জুলাই থেকে চালু দণ্ডসংহিতা

Bipasha Chakraborty

Published: 29 June, 2024, 01:50 PM
১ জুলাই থেকে চালু দণ্ডসংহিতা

 

নয়াদিল্লি, ২৯ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে এখনই দণ্ডসংহিতা আইন লাগু না করার অনুরোধ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, এই আইন খুবই কঠোর ও মানবতা বিরোধী। তাছাড়া সংসদে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে দ্বিতীয় মোদি সরকার ‘সম্পূর্ণ অগণতান্ত্রিক’ভাবে এই আইন পাস করিয়েছে। মোদি সরকার অবশ্য সেসব মানতে নারাজ। এবার লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পরও নিজেদের একতরফা নেওয়া সিদ্ধান্তে অনড় তারা।

সেইমতো ১ জুলাই দেশের ১৭,৫০০টি থানায় মহিলা, যুবক, ছাত্র, প্রবীণ নাগরিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করে নতুন ফৌজদারি আইনের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে অবহিত করার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কারণ, ওইদিন থেকেই দেশজুড়ে ‘ভারতীয় ন্যায় সংহিতা-২০২৩’, ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩’ এবং ‘ভারতীয় সাক্ষ্য অধিকার-২০২৩’ থেকে কার্যকর হবে।

সূত্রের খবর, এই তিনটি ফৌজদারি আইন চালু হওয়ার সাথে সাথে, ১ জুলাই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি থানার অফিসার ইনচার্জদের মাধ্যমে নতুন ফৌজদারি আইনের মূল বৈশিষ্ট্যগুলি তুলে ধরে এই ধরনের অনুষ্ঠানগুলি করা হবে। পুলিশ স্টেশন বা উপযুক্ত জায়গায় এই কর্মসূচিতে মহিলা, যুবক, ছাত্র, প্রবীণ নাগরিক, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং স্বনির্ভর গোষ্ঠী, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্থানীয় শান্তি কমিটির সদস্যরা এবং স্কুল, কলেজ ইত্যাদির মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও অন্তর্ভুক্ত করা হবে।

ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দেওায়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১৭,৫০০ টিরও বেশি থানা রয়েছে। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি), অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) তাদের অধীনস্থ সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং সেইসাথে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ওই দিন বিভিন্ন কার্যক্রমের আয়োজন করবে। গ্রুপ আলোচনা, কর্মশালা, সেমিনারের উপর জোর দেওয়া হয়েছে।

Leave a comment