Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

দেশে 'একনায়কতন্ত্র' ও 'জরুরি অবস্থা' চলছে: কেজরির গ্রেফতারি নিয়ে বিস্ফোরক সুনীতা

Kibria Ansary

Published: 26 June, 2024, 07:50 PM
দেশে 'একনায়কতন্ত্র' ও 'জরুরি অবস্থা' চলছে: কেজরির গ্রেফতারি নিয়ে বিস্ফোরক সুনীতা

নয়াদিল্লি, ২৬ জুন: ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।এবার সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। তাঁর অভিযোগ, "তাঁর স্বামী যাতে জেল থেকে না বেরোতে পারে, তারজন্য পুরো সিস্টেম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এগুলো সবই 'একনায়কতন্ত্র' এবং 'জরুরি অবস্থা'র সমতুল্য।" বুধবার এক্স হ্যান্ডেলে সুনীতা লেখেন, "আবগারি দুর্নীতি মামলায় তাঁর স্বামী ২০ জুন জামিন পান এবং ইডি তৎক্ষণাৎ তাতে স্থগিতাদেশ পায়। পরের দিনই তাঁকে অভিযুক্ত করে সিবিআই। আর আজ তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্বামী যাতে জেল থেকে বেরোতে না পারেন, তা নিশ্চিত করতে সবরকম চেষ্টা করছে গোটা ব্যবস্থা। এটা আইন নয়। এটা একনায়কতন্ত্র, এটা জরুরি অবস্থা।"

এদিকে আম আদমি পার্টি (AAP) অভিযোগ করে বলেছে, যখন সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের জামিন পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তখন বিজেপি আতঙ্কিত হয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে সিবিআইয়ের 'ভুয়া মামলায়' গ্রেফতার করেছে। কেজরিওয়ালের গ্রেফতারির নিন্দা করে আপ বলেছে, "স্বৈরশাসক নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করেছে! সিবিআই যখন কেজরিওয়ালকে রাউস অ্যাভিনিউ কোর্টে নিয়ে যায়, তখন তাঁর রক্তে শর্করার (Blood Sugar) মাত্রা খুব কমে যায়। স্বৈরশাসকরা যতই অত্যাচার করুন না কেন, কেজরিওয়াল মাথা নত করবেন না, ভাঙবেও না।"

প্রসঙ্গত, বুধবার দিল্লির একটি আদালত সিবিআইকে কেজরিওয়ালকে গ্রেফতারের অনুমতি দেয়। বিচারক অমিতাভ রাওয়াতের নির্দেশে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের ভেতর থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই। এর আগে গতকাল মঙ্গলবার তদন্তকারী সংস্থাটি তিহার জেলে দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করে।

দেশ - এর থেকে আরোও খবর

Dictatorship' and 'emergency' going on in the country Sunita warn Kejri's arrest

Leave a comment