Sun, September 8, 2024

ই-পেপার দেখুন

বিজেপির ভুলের ফল ভোগ করছে সেনারা: ভূস্বর্গে জঙ্গি হামলা নিয়ে তোপ রাহুলের

Kibria Ansary

Published: 16 July, 2024, 08:34 PM
বিজেপির ভুলের ফল ভোগ করছে সেনারা: ভূস্বর্গে জঙ্গি হামলা নিয়ে তোপ রাহুলের

নয়াদিল্লি, ১৬ জুলাই: জম্মু-কাশ্মীরের ডোডায় সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এদিন এক্স বার্তায় কংগ্রেস সাংসদ বলেন, "আজ জম্মু ও কাশ্মীরে আরও একটি জঙ্গি হামলায় আমাদের জওয়ানরা শহিদ হয়েছেন। আমি শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।"

কেন্দ্রের মোদি সরকারকে তোপ দেগে কংগ্রেস সাংসদ বলেন, গত কয়েক মাসে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর যে সংখ্যক হামলা হয়েছে, তা অত্যন্ত দুঃখের ও উদ্বেগজনক। জম্মু ও কাশ্মীরের খারাপ অবস্থার জন্য কেন্দ্রে সরকারকেই দায়ী করেছেন রাহুল গান্ধি। তিনি বলেন, "ভূস্বর্গে সেনারা বিজেপির ভুল নীতির ফল ভোগ করছে।"

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে মোদি সরকারের উপরই আক্রমণ শানিয়েছে বিরোধী দলনেতা। এদিকে এই মুহূর্তে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন রাহুল গান্ধি। ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকি মোকাবিলায় সরকারের পাশে থাকবে বিরোধীরা বলেও জানিয়েছেন তিনি। রাহুলের মতে, এই দুঃখের মুহূর্তে গোটা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে কংগ্রেস নেতা। তিনি বলেন, "প্রত্যেক দেশপ্রেমিক ভারতীয়র দাবি, বারবার নিরাপত্তার গাফিলতির সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে।"

উল্লেখ্য, সোমবার রাতে সন্ত্রাসবাদীদের উপস্থিতির নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডোডার দেসা এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান শুরু হয়েছিল। তল্লাশি অভিযান চলাকালীন পিছু হঠবার জায়গা না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও। দীর্ঘক্ষণ ধরে দু'পক্ষের গুলির লড়াই চলার পর এলাকা ছেড়ে পালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন এক সেনা অফিসার-সহ ৫ জওয়ান। সোমবার রাতেই ৫ জনের মধ্যে ৪ জন জওয়ান শহিদ হন। মঙ্গলবার আরও এক জওয়ান শহিদ হয়েছেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে।

Leave a comment