Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

উটের পিঠে চেপে 'সংসদ'-এ সাংসদ! মাঝ রাস্তায় রাস্তা আটকালো পুলিশ

ইমামা খাতুন

Published: 25 June, 2024, 07:54 PM
উটের পিঠে চেপে  'সংসদ'-এ সাংসদ! মাঝ রাস্তায় রাস্তা আটকালো পুলিশ

 

 

 

 

 

 

 

 পুবের কলম,ওয়েবডেস্ক: তেলের  মূল্যবৃদ্ধির জেরে গরুর গাড়ি করে সংসদে এসেছিলেন অটলবিহারী  বাজপেয়ী। তারপর থেকে নানা ছুতোই  কখনও ট্রাক্টর তো কখনও সাইকেল চেপে সংসদে এসেছে বিরোধী  পক্ষরা। এবার উটের পিঠে চেপে সংসদের উদ্দেশ্যে  রওনা দিয়েছিলেন রাজস্থানের এক সাংসদ। তবে কোনও প্রতিবাদের জেরে নয় নিতান্তই মরুরাজ্যের পুরানো ঐতিহ্যকে তুলে ধরতে রাজধানীর রাস্তায় উটের পিঠে চড়ে সংসদের উদ্দেশে রওনা দিলেন তিনি। তবে বেশিদূর যেতে হয়নি তাকে। গণতন্ত্রের পীঠস্থানে পৌঁছনোর আগেই তাঁকে উট থেকে নামিয়ে দেয় দিল্লি পুলিশ। যাত্রায় ব্যঘাত ঘটায় চটে লাল রাজস্থানের বাঁশওয়াড়া কেন্দ্রের সাংসদ রাজকুমার রোট।   

 

 

 

 

 

 

শুধু তাই নয় রেগে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা লাগিয়ে দেয় ওই সংসদ। তবে লাভের লাভ কিছু হয়নি। পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, সংসদ ভবন চত্বরে কোনও পশু নিয়ে যাওয়ার অনুমতি নেই। ফলে তাঁকে যেতে দেওয়া হবে না।  

পালটা সাংসদ বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী যদি গরুর গাড়িতে সংসদে যেতে পারেন তবে তিনি কেন যেতে পারবেন না? দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানাবেন তিনি। পুলিশ আধিকারিকদের সঙ্গে তর্ক শুরু করেন রাজকুমার। তবে তাতে খুব বিশেষ কাজ হয়নি।

পুলিশের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, সংসদ ভবন চত্বরে কোনও পশু নিয়ে যাওয়ার অনুমতি নেই। ফলে তাঁকে যেতে দেওয়া হবে না। তবে পালটা সাংসদ বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী যদি গরুর গাড়িতে সংসদে যেতে পারেন তবে তিনি কেন যেতে পারবেন না? দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানাবেন তিনি।  
 

 

 

Leave a comment