Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

তীব্র গরমে নাজেহাল দিল্লি, ৮ দিনে ১৯২ গৃহহীনের মৃত্যু

ইমামা খাতুন

Published: 20 June, 2024, 05:35 PM
তীব্র গরমে নাজেহাল দিল্লি, ৮ দিনে ১৯২ গৃহহীনের মৃত্যু

 

 

 

 

পুবের কলম,ওয়েবডেস্ক: তীব্র দাবদহে নাজেহাল বিশ্বের একাংশ। দিন-প্রতিদিন বিশ্বের নানা প্রান্ত থেকে হিট-স্ট্রোকে মৃত্যুর খবর প্রকাশ্যে আসছে। ব্যতিক্রম নয় ভারত। মরশুম অনুযায়ী বর্ষা কাল হলেও তার লেশ মাত্র নেই।

বৃহস্পতিবার বাংলার একাংশে হালকা-ফুলকা বৃষ্টি হলেও দেশের একপ্রান্তে রেকর্ড গরমের সাক্ষী থেকেছে। দাউদাউ গরমে গত তিন দিনে কেবল দিল্লি, নয়ডাতেই ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। গত তিন মাসের নিরিখে প্রচণ্ড গরমে ভারতে ৪০ হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন!

অন্যদিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, ১১ থেকে ১৯ জুনের মধ্যে গরমে ১৯২ জন ভবঘুরের মৃত্যু হয়েছে রাজধানীতে। এদিকে প্রকৃতির খামখেয়ালিপনার সাক্ষী উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। একদিকে উত্তর ও মধ্য ভারত যখন বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির ন্যায় আকূল হয়ে সময় গুনছে, অন্যদিকে অসম-সহ একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

দিল্লি সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় তাপজনিত অসুস্থতার কারণে ৩১০ জন রোগীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। শুধু মাত্র দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ২৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই গৃহহীন।

Leave a comment