Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

পোর্শে দুর্ঘটনায় অভিযুক্তের জামিন মঞ্জুর বোম্বে হাইকোর্টের

আবুল খায়ের

Published: 25 June, 2024, 05:25 PM
পোর্শে দুর্ঘটনায় অভিযুক্তের জামিন মঞ্জুর বোম্বে হাইকোর্টের

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ পোর্শে দুর্ঘটনায় অভিযুক্ত কিশোরের জামিন মঞ্জুর করল বোম্বে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভারতী ডাংরে ও মঞ্জুষা দেশপাণ্ডের বেঞ্চ জানিয়েছে, ওই নাবালককে হেফাজতে রাখা বেআইনি। অভিযুক্ত কিশোরের পিসির জমা দেওয়া পিটিশনের ভিত্তিতে তাকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। তবে মুক্তি পেলেও মনোবিদের কাছে নিয়মিত কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত হতে হবে তাঁকে। এ দিন বম্বে হাইকোর্ট এই মামলার শুনানিতে বলে, শিশু সংশোধনাগারে এতদিন ধরে রেখে দেওয়া বেআইনি। অবিলম্বে তাকে মুক্ত করার নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে হাইকোর্ট বলে, ওই কিশোরকে আপাতত তার বাবার সম্পর্কের আত্মীয়ের হাতে তুলে দেওয়া হোক। 

প্রসঙ্গত, গত ১৮ মে মধ্যরাতে অভিযুক্ত এই ধনী পরিবারের আদরের ঘরের দুলাল মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। পুনে শহরের কল্যাণী নগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাইক আরোহীকে পিষে দেয় তার বিলাসবহুল পোর্শে গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ২৪ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনিস দুদিয়া ও তাঁর বান্ধবী অশ্বিনী কস্তারের। এরপরই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ। যদিও মাত্র ১৪ ঘণ্টার মধ্যে একাধিক বেনজির শর্তে ১৭ বছরের কিশোরকে জামিন দেয় জুভেনাইল আদালত। স্রেফ রচনা লিখে জামিন পেয়ে গিয়েছিল সে। তীব্র বিতর্কের মধ্যে সেই জামিন বাতিল হয়ে যায়। জুভেনাইল আদালতের নির্দেশে  নাবালকদের সংশোধনাগারে পাঠানো হয় তাকে।

এই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। শুধু তাই নয় অভিযুক্তকে নির্দোষ প্রমাণ করতে বদলে দেওয়া হয় তার রক্তের নমুনা। এই ঘটনায় নাম জড়ায় সরকারি হাসপাতালের দুই চিকিৎসকের। পাশাপাশি ঘটনার পর নিজেদের গাড়ির চালকের উপর দোষ চাপাতে চেয়েছিল গোটা পরিবার। তবে তা সম্ভব হয়নি। অভিযুক্ত নাবালকের বাবা ও দাদুকেও গ্রেফতার করেছে পুলিশ।  

 

 

Leave a comment