Sun, October 6, 2024

ই-পেপার দেখুন

BIG BREAKING: সচিবালয়ের চারতলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকার সহ দুই বিধায়কের, জালে আটকে এ যাত্রায় প্রাণে রক্ষা

ইমামা খাতুন

Published: 04 October, 2024, 03:11 PM
BIG BREAKING: সচিবালয়ের চারতলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকার সহ দুই বিধায়কের, জালে আটকে এ যাত্রায় প্রাণে রক্ষা

পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের সচিবালয় ভবনের চার তলা থেকে ঝাঁপ দিলেন রাজ্যের ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল তবে জাল থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। তবে শুধু নরহরি জিরওয়াল নয় ,এদিন  একই ভাবে ঝাঁপ দেন মহারাষ্ট্রের দুই আদিবাসী বিধায়কও

মারণ ঝাঁপের কারণ কি? সূত্রের খবর, বিধানসভা ভোটের প্রাক্কালে ধাঙড় গোষ্ঠীর ভোটকে ঝুলিতে ভরতে তাদের তপসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে একনাথ শিন্ডের সরকার। যার তীব্র নিন্দা জানান বিধানসভার ডেপুটি স্পিকার সহ আরও দুই আদিবাসী বিধায়ক। সচিবালয় চত্বরে স্লোগান দিতে দিতে বিধানসভার চারতলার নির্মীয়মাণ বিল্ডিং থেকে মারণ ঝাঁপ দেন তাঁরা।  কিন্তু অন্তরায় হল জাল। উপর থেকে নীচে পরার সময় সেই জালে আটকে প্রাণে বাঁচেন তাঁরা। তড়িঘড়ি উদ্ধার করে পুলিশ। শারীরিক কোনও চোট না লাগলেও তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। বলা বাহুল্য, চলতি বছরেই মহারাষ্ট্র বিধানসভা ভোট। ঢাকে কাঠি পড়ল বলে। সংরক্ষণ নীতি এমনইতেই নিয়ে সরগরম রাজ্যরাজনীতি। এই আবহে আত্মহননের ঘটনা তাৎপর্যপূর্ণ বলে  মনে করছেন একাংশ। 

সংবাদমাধ্যম সূত্রে খবর, সংরক্ষণ নিয়ে আলোচনা হচ্ছিল  মহারাষ্ট্র মন্ত্রালয়ে। দ্য প্রভিশনস অব পঞ্চায়েত-র অধীনে উপজাতিদের নিয়োগ স্থগিত করে দেওয়া এবং ধাঙড় জনগোষ্ঠীকে উপজাতি (শিডিউল ট্রাইব)-র স্বীকৃতি না দেওয়ার বিরোধিতা করেই বিক্ষোভ দেখাচ্ছিলেন অজিত পওয়ার গোষ্ঠীর বিধায়করা। হঠাৎই ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল ঝাঁপ দেন বিল্ডিংয়ের চার তলা থেকে। তাঁর সঙ্গে কয়েকজন আদিবাসী বিধায়কও ঝাঁপ দেন।



 

Leave a comment