Tue, October 1, 2024

ই-পেপার দেখুন

এটা কোনও কফিশপ নয়- আইনজীবীকে ভর্ৎসনা প্রধান বিচারপতির

আবুল খায়ের

Published: 30 September, 2024, 03:15 PM
এটা কোনও কফিশপ নয়- আইনজীবীকে ভর্ৎসনা প্রধান বিচারপতির

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ভাষা ভাবপ্রকাশের মাধ্যম। স্কুল শিক্ষাতেই স্থান কাল পাত্র বুঝে ভাষা ব্যবহারের গুরুত্বের উপর জোর দেওয়া হয়। আড্ডার ভাষা শীর্ষ আদালতের শুনানিতে ব্যবহার করে প্রধান বিচারপতির ভর্ৎসনার মুখে পড়লেন এক আইনজীবী। বিরক্ত প্রধান বিচারপতি আইনজীবীকে এটাও মনে করিয়ে দিলেন, 'এটা কোনও কফিশপ নয়।'

সোমবার ২০১৮ সালের একটি মামলার চলছিল শীর্ষ আদালত। সেই মামলায় প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-কে বিবাদী পক্ষ হিসাবে যুক্ত করতে চান। প্রধান বিচারপতি চন্দ্রচূড় প্রশ্ন করেন, ' এই আবেদন আর্টিকেল ৩২ সংক্রান্ত। কীভাবে জনসবার্থ মামলা দায়ের করে একজন বিচারপতিকে রেসপন্ডেট হিসাবে যুক্ত করা যায়?'। প্রধান বিচারপতি আরও উল্লেখ করেন, সংবিধানের ৩২নং অনুচ্ছেদ বলছে, সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে সংবিধানের প্রতিকার চাওয়ার অধিকার আছে। প্রধান বিচারপতির এই বক্তব্যের জবাব দিতে গিয়ে ওই আইনজীবী বলে ওঠেন, ইয়া...ইয়া...।

তাই শুনেই প্রধান বিচারপতি আইনজীবীকে স্মরণ করিয়ে দেন, আপনি কি এটা কফিশপ ভেবে নিয়েছেন? ইয়া... ইয়া... আবার কী? ইয়া... ইয়া... শব্দের উপর আমার অ্যালার্জি আছে। এসব চলতে দেওয়া হবে না।   

Leave a comment