Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধাচারণ, রাহুল গান্ধির পাসপোর্ট বাতিলের দাবি জানিয়ে স্পিকারকে চিঠি বিজেপি সাংসদের

ইমামা খাতুন

Published: 25 September, 2024, 07:34 PM
প্রধানমন্ত্রীর বিরুদ্ধাচারণ, রাহুল গান্ধির পাসপোর্ট বাতিলের দাবি জানিয়ে স্পিকারকে চিঠি বিজেপি  সাংসদের

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার রাহুল গান্ধির পাসপোর্ট বাতিলের আর্জি জানিয়ে  স্পিকারকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ সিপি জোশী। উল্লেখ্য, সম্প্রতি চারদিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে গিয়েছিলেন গান্ধি। সেখানে গিয়ে  নাম না করে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি'কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান। তিনি ভাষণ রাখতে গিয়ে বলেন,  দেশে নির্বাচন কমিশন নিরেপক্ষ  নয়। প্রধানমন্ত্রীর কথায় ওঠে বসে। প্রধানমন্ত্রী যেমন ভাবে চেয়েছেন ভোট সে ভাবেই সম্পন্ন  হয়েছে।সব কিছু করেও ৪০০-পারের স্বপ্ন আধুরা থেকে গেছে। ভারতের বর্তমান সরকার শরিক নির্ভর। এছাড়া ধর্মীয় স্বাধীনতা নিয়েও অনেক প্রশ্ন তোলেন রাহুল গান্ধি। রাহুল আরও বলেছেন, ভারতে গণতন্ত্র, মানবাধিকার বিপন্ন। সরকার আরএসএসের নিয়ন্ত্রণে চলছে। 

এই ভাষণের পর রাহুল'কে কড়া শব্দে আক্রমণ শানান খোদ প্রধানমন্ত্রী। তিনি বলেন কংগ্রেসের একজন নেতা আছে যে বিদেশে গেলেই দেশের নিন্দা করতে থাকে। এগুলো দেশবিরোধীতা ছাড়া আর কিছু নয়। 

প্রধানমন্ত্রীর পর এক এক করে সমস্ত বিজেপি নেতা-মন্ত্রীদের রোষানলের শিকার হন রাহুল। রাহুলের বিরুদ্ধে দেশ বিরোধিতার অভিযোগ তুলে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানায়। এবার তো সরাসরি পাসপোর্ট বাতিলের দাবি জানিয়েছে বিজেপি। লোকসভা, রাজ্যসভা এবং বিধায়কেরা কূটনৈতিক পাসপোর্ট পেয়ে থাকেন। এতে বিদেশে বিমানবন্দর বা অন্যত্র কড়াকড়ি থেকে রেহাই পাওয়া যায়।  যদিও এই পাসপোর্ট পেতে স্পিকারের কোনও ভূমিকা নেই বলে বিজেপি নেতাকে উপহাস করে কং নেতা।তিনি  বলেন পাসপোর্ট ইস্যু করে বিদেশ মন্ত্রক।   



 




 
 

Leave a comment