Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা, হুমকি ফোনে আতঙ্ক বিমানবন্দরে

Kibria Ansary

Published: 22 August, 2024, 08:07 PM
এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা, হুমকি ফোনে আতঙ্ক বিমানবন্দরে

পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার বোমাতঙ্ক ছড়াল তিরুবনন্তপুরম বিমানবন্দরে। মুম্বই থেকে তিরুবনন্তপুরমগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা রয়েছে বলে হুমকি ফোন আসে। হুমকির পর থেকেই চূড়ান্ত সতর্কতা জারি করা হয় বিমানবন্দর জুড়ে। এয়ার ইন্ডিয়ার বিমানটি অবতরণ করার পরই তড়িঘড়ি যাত্রীদের নামানো হয়। তারপরই শুরু হয় তল্লাশি।

 

জাণা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়ার বিমানটি মুম্বই থেকে উড়েছিল। তারপরই হুমকি ফোন আসে বিমানবন্দরে। তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ওই বিমানটিতে মোট ১৩৫ জন যাত্রী ছিলেন। দ্রুত সতর্কতা অবলম্বন করে কোথা থেকে এই হুমকি ফোন এসেছে, তা তদন্ত করছে কর্তৃপক্ষ। যদিও বিমানে কোনও বোমা পাওয়া যায়নি।

দেশ - এর থেকে আরোও খবর

Bomb on Air India plane threat on phone panic at airport Thiruvananthapuram Airport

Leave a comment