Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে খুন দুজন গ্রামবাসী

Bipasha Chakraborty

Published: 12 September, 2024, 07:24 PM
ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে খুন দুজন গ্রামবাসী

পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে খুন দুজন গ্রামবাসী। নিহত দুই গ্রামবাসী পুলিশের সংবাদদাতা হিসেবে কাজ করতেন বলে এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন। মাওবাদীরা ওই দুই গ্রামবাসীকে বীজপুরের একটি প্রত্যন্ত গ্রামে গাছের সঙ্গে ঝুলিয়ে দেয়। পুলিশের কাছে খবর আসলে তাদের দেহ উদ্ধার করে।

প্রাথমিক তথ্য অনুসারে,  মাওবাদীরা মঙ্গলবার মিরতুর থানার সীমানার অন্তর্গত জাপ্পেমার্কা গ্রাম থেকে একজন স্কুল ছাত্র সহ তিন গ্রামবাসীকে অপহরণ করে।

মাওবাদীরা ওই স্কুল ছাত্রকে ছেড়ে দিলেও ক্যাঙ্গারু কোর্টের বিচার অনুযায়ী ওই দুই গ্রামবাসীকে গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়ে হত্যা করে।

নিহত দুই গ্রামবাসীর নাম মাদাভি সুজা এবং পডিয়াম কোসা। ঘটনার পরেই পুলিশ নিহতদের দেহ উদ্ধার করে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।   

 

Leave a comment