Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

আইসক্রিমের ভিতরে 'কাটা আঙুলে'র পর, এবার আলুর চিপসের প্যাকেটের মধ্যে 'মৃত ব্যাঙ', শুরু তদন্ত

Bipasha Chakraborty

Published: 19 June, 2024, 09:01 PM
আইসক্রিমের ভিতরে 'কাটা আঙুলে'র পর, এবার আলুর চিপসের প্যাকেটের মধ্যে 'মৃত ব্যাঙ', শুরু তদন্ত

 

 

গান্ধিনগর, ১৯ জুনচিপস খেতে ভালোবাসে না, এমন লোক খুব কমই আছে। বিশেষ করে বাচ্চাদের কাছে চিপস খুব পছন্দের খাবার। কিন্তু সেই আলুর চিপসের প্যাকেটের ভিতরে মিললো 'মৃত ব্যাঙ'। পুরসভা কর্তৃপক্ষ বুধবার এই ঘটনার তদন্ত শুরু করেছে। গুজরাতের জামনগরের ঘটনা। জামনগর পুরসভা চিপসের দুটি প্যাকেট থেকে নমুনা সংগ্রহ করে, পরীক্ষার জন্য পাঠিয়েছে।

খাদ্য নিরাপত্তা কর্মকর্তা ডি বি পারমার সাংবাদিকদের জানিয়েছেন, জেসমিন প্যাটেল বলে এক মহিলা আমাদের অভিযোগ করেছেন 'বালাজি ওয়েফার'-এর চিপসের প্যাকেটের মধ্যে থেকে একটি মরা ব্যাঙ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এটি দোকান থেকে সেটি কেনা হয়েছিল। অভিযোগ পাওয়ার পর প্রাথমিক একটি তদন্ত শুরু হয়েছে। পুর কমিশনারের নির্দেশ অনুসারে ওই আলুর চিপসের প্যাকেট সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, জেসমিন প্যাটেল পুষ্কর ধাম সোসাইটির বাসিন্দা। তার চার বছরের ভাগ্নে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি দোকান থেকে চিপসের প্যাকেট কেনে। তার পর তিনি ও তার ৯ মাসের মেয়ে ওই প্যাকেট থেকে কিছুটা চিপস খান। তার পরেই তার ভাগ্নে ওই প্যাকেটের মধ্যে মরা ব্যাঙটি দেখতে পান।

জেসমিন জানান, তার ভাগ্নে ভয় পেয়ে চিপসের প্যাকেট ছুঁড়ে ফেলে দেয়, আমিও আঁতকে উঠি। বালাজি ওয়েফার্সের ডিস্ট্রিবিউটর এবং কাস্টমার কেয়ার  সার্ভিসকে আমি জানাই পুরো বিষয়টি জানাই। কোনও সন্তোষজনক উত্তর না পেয়ে আমি খাদ্য নিরাপত্তা আধিকারিককে বিষয়টি জানিয়েছি।

উল্লেখ্য, সম্প্রতি মুম্বইয়ের মালাডে একটি আইসক্রিমের মধ্যে থেকে 'মানুষের কাটা আঙুল' পাওয়া যায়। এখানে শেষ নয় উত্তরপ্রদেশে ফের আইসক্রিমের মধ্যে থেকে একটি মৃত বিছে পাওয়া যায়। এবার চিপসের প্যাকেটের ভিতর থেকে 'মৃত ব্যাঙ' পাওয়া গেল। মানুষের জীবনের নিরাপত্তা প্রশ্নের মুখে।

Leave a comment