Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

অপর্যাপ্ত জ্বালানি, মাঝ আকাশ থেকে কলকাতায় জরুরি অবতরণ মুম্বইগামী বিমানের

Bipasha Chakraborty

Published: 07 September, 2024, 02:13 PM
অপর্যাপ্ত জ্বালানি, মাঝ আকাশ থেকে কলকাতায় জরুরি অবতরণ মুম্বইগামী বিমানের

পুবের কলম, ওয়েবডেস্ক: মাঝ আকাশে বিভ্রাট। কলকাতা আকাশ পার করে মুম্বই যাওয়ার পথে আচমকা বিমানে গন্ডগোল দেখা দেয়। তড়িঘড়ি বিমানটিকে ফের কলকাতা বিমান বন্দরে জরুরি অবতরণ করা হয়। নিরাপদে আছেন যাত্রীরা। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ব্যাংকক থেকে মুম্বই যাওয়ার পথে থাই লায়ন ইয়ার এস এল ২১৮টি বিমানটিতে সমস্যা দেখা দেয়। কলকাতা প্রায় পৌঁছনোর কিছুক্ষণ পরেই পাইলট ককপিটে অপর্যাপ্ত জ্বালানির সঙ্কেত পান বুঝতে পারেন বাকি পথ ওড়ার মতো যথেষ্ট জ্বালানি নেই তড়িঘড়ি তিনি তিনি কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। পাইলটের তৎপরতায় রক্ষা পেলেন যাত্রীরা। বিমানটিতে ছিলেন ১০৭ জন যাত্রী, ১১ জন ক্রু। শুক্রবার রাত ৮টা ৫মিনিট নাগাদ ঘটনাটি ঘটে পরবর্তী সময়ে বিমানে জ্বালানি ভরে সেই বিমান মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় বিমানে কেনই বা অপর্যাপ্ত জ্বালানি, তা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে

Leave a comment