Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

অর্থ পাচারের অভিযোগ, আপ বিধায়ক আমানাতুল্লা খানকে গ্রেফতার করল ইডি

Kibria Ansary

Published: 02 September, 2024, 02:53 PM
অর্থ পাচারের অভিযোগ, আপ বিধায়ক আমানাতুল্লা খানকে গ্রেফতার করল ইডি

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বরঃ ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এবার আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লা খানকে গ্রেফতার করল ইডি। সোমবার দিল্লিতে আপ বিধায়কের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা। তারপরই আমানাতুল্লা খানকে গ্রেফতার করে ইডি। সূত্রের খবর, দিল্লির ওয়াকফ বোর্ডে নিয়োগ এবং সম্পত্তি লিজ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম দেখা গিয়েছে। অর্থ পাচারের অভিযোগে আপ বিধায়কের গ্রেফতার করা হয়েছে।

তাঁকে গ্রেফতার করতেই ইডি অভিযান বলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন আমানাতুল্লাহ খান। তাঁর অভিযোগ, ইডি তাঁকে এবং আপ নেতৃত্বকে "হয়রানি" করছে। এদিন এক্স হ্যান্ডেলে আপ বিধায়ক বলেন, "গত দুই বছর ধরে ইডি মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। ইডির একমাত্র উদ্দেশ্য আপ দলকে ভাঙা

Leave a comment