Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

সংসদ অধিবেশন: কোনও শক্তি সংবিধানকে স্পর্শ করতে পারবে না, বার্তা রাহুলের, কটাক্ষ মোদির

Kibria Ansary

Published: 24 June, 2024, 02:16 PM
সংসদ অধিবেশন: কোনও শক্তি সংবিধানকে স্পর্শ করতে পারবে না, বার্তা রাহুলের, কটাক্ষ মোদির

নয়াদিল্লি, ২৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানকে 'আক্রমণ' করছেন বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সংবিধানের উপর আক্রমণ বরদাস্ত করবে না 'ইন্ডিয়া' সে কথাও সাফ জানালেন কংগ্রেস সাংসদ। সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরুর দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধি বলেন, "কোনও শক্তি সংবিধানকে স্পর্শ করতে পারবে না।" বক্তব্য শেষে তিনি সংবিধানের একটি পুস্তিকাও দেখান সাংবাদিকদের। কংগ্রেস সাংসদের কথায়, "মোদি-শাহরা সংবিধানের উপর যে আক্রমণ চালাচ্ছেন তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এটা হতে দেব না। তাই শপথ নেওয়ার সময় আমরা সংবিধান রক্ষার শপথ নিয়েছি। আমাদের বার্তা দেশে ছড়িয়ে পড়ছে এবং কোনও শক্তি ভারতের সংবিধানকে স্পর্শ করতে পারবে না।"

অন্যদিকে, অধিবেশন শুরু আগে ১৯৭৫ সালে জারি করা জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য, "আগামীকাল ২৫ জুন, ভারতের গণতন্ত্রের কলঙ্কের ৫০ বছর পূর্তি হবে। ভারতের নতুন প্রজন্ম কখনই ভুলে যাবে না, যে ভারতের সংবিধান সম্পূর্ণরূপে সেদিন প্রত্যাখ্যান করা হয়েছিল। সংবিধানের প্রতিটি অংশ টুকরো টুকরো করেছিল কংগ্রেস।"

মোদির মতে, "এটি সংবিধানকে রক্ষা করার সময়, ভারতের গণতন্ত্র এবং গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করব আমরা। দেশবাসী এবার সংকল্প নেবে যে ভারতে আর কেউ এমন কাজ করার সাহস করবে না, যা ৫০ বছর আগে করা হয়েছিল। আমরা একটি প্রাণবন্ত গণতন্ত্রের সংকল্প নেব। ভারতের সংবিধানের নির্দেশ অনুযায়ী আমরা সাধারণ মানুষের স্বপ্ন পূরণের সংকল্প নেব।"

দেশ - এর থেকে আরোও খবর

18th Parliament session No power can touch the Constitution Rahul's message Modi's sarcasm

Leave a comment