Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

চার চাকায় হেলমেট না পরায়, যোগীরাজ্যে হাজার টাকার চালান সাংবাদিক’কে

ইমামা খাতুন

Published: 28 August, 2024, 02:39 PM
চার চাকায় হেলমেট না পরায়, যোগীরাজ্যে হাজার টাকার চালান সাংবাদিক’কে

পুবের কলম,ওয়েবডেস্ক: চার চাকা গাড়িতে হেলমেট না পরায় উত্তরপ্রদেশে সাংবাদিককে জরিমানা করল পুলিশ। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই ঘটেছে যোগীরাজ্যে। শুধু তাই নয়, যে জায়গায় জরিমানার কথা বলা হচ্ছে গাড়ি নিয়ে চালক সেই এলাকাতেই কোনওদিন যাননি বলেও দাবি। সাধারণত ট্রাফিক  রুলস অনুযায়ী, বাইক  চালানোর সময় মাথায় হেলমেট পরা বাধ্যতামূলক। তবে গাড়ি চালানোর ক্ষেত্রে সেরকম কোনও নিয়ম নেই। সেক্ষেত্রে সিট বেল্ট লাগানো অনিবার্য। তা সত্ত্বেও উত্তর প্রদেশের তুষার সাক্সেনা নামে এক সাংবাদিককে জরিমানা করেছে নয়ডা ট্রাফিক পুলিশ। প্রাথমিকভাবে, চালানটি’কে ভুল বলেই উপেক্ষা করেছিলেন তিনি। তবে পুলিশের তরফে তাঁকে সতর্ক করা হয়েছে, টাকা না দিলে আদালতে হাজির হতে হবে। ঘটনাপ্রসঙ্গে ওই সাংবাদিক জানান, ‘আমি কখনই ওই এলাকায় আমার গাড়ি নিয়ে যায়নি। তাছাড়া, গাড়ির ভিতরে হেলমেট পরার কোনও নিয়ম নেই। আর যদি সেই নিয়ম থাকে তাহলে আমাকে লিখিতভাবে সেটা জানাতে হবে।

 

 

 


Leave a comment