Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

উদ্বোধনের ৮ মাসের মধ্যে ভেঙে পড়ল ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি, মহারাষ্ট্রে শাসক-বিরোধী তরজা তুঙ্গে

ইমামা খাতুন

Published: 26 August, 2024, 08:36 PM
উদ্বোধনের ৮ মাসের মধ্যে ভেঙে পড়ল ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি, মহারাষ্ট্রে শাসক-বিরোধী তরজা তুঙ্গে

পুবের কলম,ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি। যা’কে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। জানা গেছে, গত বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় ধুম-ধাম করে সাড়ম্বরে উন্মোচন হয়েছিল ওই মূর্তিটি। কিন্তু উদ্বোধনের ৮ মাসের মধ্যে হুড়মুড়িয়ে  ভেঙে পড়ল ৩৫ ফুট উঁচু  বিশালাকার ওই মূর্তিটি ৷ এই ঘটনায় এদিন শিবাজি প্রেমীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। বিক্ষোভ দেখাতে শুরু করেন একাংশ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন তহসিলদার ও পুলিশও।

এই বিষয়ে ঠাকরে বিধায়ক বৈভব নায়েক রাজকোট পরিদর্শন করেন। সংবাদমাধ্যমে জানান, বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। মূর্তি উন্মোচনের এক বছর অতিক্রম হয়নি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। ছত্রপতি শিবাজী মহারাজ মহারাষ্ট্রের পরিচয়। তাই নিম্নমানের কাজ করার বিরুদ্ধে মামলা করার দাবি জানানো হয়েছে। মালবনের রাজকোট দুর্গে ৩৫ ফুটের বিশাল মূর্তিটি এদিন দুপুর ১টা নাগাদ ভেঙে পড়ে ৷ প্রসঙ্গত, গত বছর ৪ ডিসেম্বর নৌ সেনা দিবসের দিন মূর্তিটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হয় ৷

 

Leave a comment