Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

লখনউ: বৃষ্টির জমা জল গায়ে ছিটিয়ে তরুণীকে হেনস্থা, বরখাস্ত ৩ শীর্ষ আধিকারিক সহ গোটা থানার পুলিশ

Bipasha Chakraborty

Published: 01 August, 2024, 04:17 PM
লখনউ: বৃষ্টির জমা জল গায়ে ছিটিয়ে তরুণীকে হেনস্থা, বরখাস্ত ৩ শীর্ষ আধিকারিক সহ গোটা থানার পুলিশ

 

লখনউ, ১ আগস্ট: প্রায় প্রতিদিনই নারী হেনস্থায় খবরের শিরোনামে যোগী রাজ্য। ফের একই ঘটনা ঘটল উত্তরপ্রদেশে।

ভারী বৃষ্টি, সেইসঙ্গে এক কোমর পর্যন্ত জমা জলের মধ্যেও পথচলতি বাইকে বসা এক মহিলাকে উত্যক্ত করতে ছাড়ল না কয়েকজন যুবক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই উশৃঙ্খলতার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা। তবে মহিলা নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনায় গাফিলতির অভিযোগে স্থানীয় ডেপুটি পুলিশ কমিশনার, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার, সহকারি ডেপুটি পুলিশ কমিশনারকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও,  স্থানীয় থানার স্টেশন হাউস অফিসার, পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং ফাঁড়িতে উপস্থিত সমস্ত পুলিশ কর্মীদের সাসপেন্ড করা হয়েছে। মহিলাকে হেনস্থার অভিযোগে চারজনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বুধবার লখনউয়ের তাজ হোটেল ব্রিজের নীচে রাস্তায় ভারী বৃষ্টিতে প্রায় কোমর সমান জলের মধ্যে দিয়ে পিছনে এক তরুণী বসিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন এক যুবক। সেই সময় একদল যুবক ওই জায়গায় দাঁড়িয়েছিল। দেখা যায়, বাইক নিয়ে যাওয়ার সময় সেটিকে পিছন থেকে ধরে থামানোর চেষ্টা করে ওই উশৃঙ্খল যুবকের দল। প্রথমে বাইকটিকে ধরে টানাটানি করে, তারপর রাস্তার নোংরা জমা জল তাদের দিকে ছেটাতে থাকে তারা। এই অবস্থায় বাইক থেকে পড়ে যান তরুণী সমেত ওই যুবক। তবে এখানেই শেষ নয়। ওই উশৃঙ্খল দলটিকে বর্ষাতি পরা এক বাইক আরোহীর সঙ্গেও একই কাজ করতে দেখা যায়। ওই ব্যক্তিও জমা জলে মধ্যে স্কুটার নিয়ে পড়ে যান। পরে দু-একজন যুবক সহ তার স্কুটারটিকে তুলে তাকে যেতে সাহায্য করেন। 

বুধবার পুলিশ এই ঘটনায় প্রথমে দুজনকে গ্রেফতার করে, পরে আরও দুজনকে পাকরাও করে। মোট চারজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে। বাকিদের শনাক্ত করতে পুলিশের তিনটি দল গঠন করা হয়েছে। 

Leave a comment