Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

প্রথম জাতীয় মহাকাশ দিবস পালিত

ইমামা খাতুন

Published: 23 August, 2024, 08:20 PM
প্রথম জাতীয় মহাকাশ দিবস পালিত

বেঙ্গালুরু, ২৩ আগস্ট: এ বছর প্রথম জাতীয় মহাকাশ দিবস পালন করছে ভারত। গত বছর ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ  মেরুতে ভারতের পাঠানো ‘চন্দ্রযান-৩’ সফলভাবে অবতরণ করে। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি প্রথম জাতীয় মহাকাশ দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানান।

 

মিশন চন্দ্রযান ১-এর প্রজেক্ট ডিরেক্টর মাইলস্বামী আন্নাদুরাই বলেন, এই দিনটি দেশবাসী উদ্যাপন করছেন। এই  মিশনে আমি অংশ হতে পেরে সত্যিই আনন্দিত। আশা করি, খুব শীঘ্রই মানবহীন গগনযান মিশন মহাকাশে যাবে  এবং নিরাপদে ফিরে আসবে। 

 

ইসরো মহাকাশ গবেষণায় উত্তরোত্তর উন্নতি করে চলেছে। তবে এর পিছনে সবচেয়ে বেশি অবদান বিক্রম সারাভাই ও  প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের। দু’জনেই প্রয়াত। তবে তারা যে অবদান দেশের বিজ্ঞান, মহাকাশ ও ক্ষেপণাস্ত্র গবেষণায় রেখে গেছেন তা-ই পথ দেখাচ্ছে এখন।   

Leave a comment