Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

'বিজেপি রিয়েল এস্টেট কোম্পানী', ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে বিঁধলেন অখিলেশ

Kibria Ansary

Published: 08 August, 2024, 04:50 PM
'বিজেপি রিয়েল এস্টেট কোম্পানী', ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে বিঁধলেন অখিলেশ

নয়াদিল্লি, ৮ অগাস্ট: লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল। আইন সংশোধনের চেষ্টা নিয়ে আগেই সরব হয়েছিলেন বিরোধীরা। এবার লোকসভায় বিল সংশোধনী উত্থাপন নিয়ে সরব হলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করে সপা প্রধান বলেছেন, ওয়াকফ (সংশোধনী) বিলটি বিজেপি সদস্যদের স্বার্থে জমি বিক্রির একটি অজুহাত মাত্র। অখিলেশের বক্তব্য, বিজেপির একমাত্র কাজই হল হিন্দু-মুসলিমদের মধ্যে বিভাজন করা। মুসলিম ভাইদের অধিকার ছিনিয়ে নেওয়া বিজেপির প্রধান কাজ। সংবিধান স্বীকৃত অধিকার কীভাবে কেড়ে নেওয়া যায় সেই ষড়যন্ত্র করে তারা।

পদ্ম শিবিরকে কটাক্ষ করে বিজেপির নাম বদলে 'ভারতীয় জমিন পার্টি' করার পরামর্শও দিয়েছেন অখিলেশ যাদব। এদিন সামাজিক মাধ্যমে তিনি লেখেন, "যে ওয়াকফ আইন, ১৯৯৫-এর বিধানগুলি সংশোধন করার জন্য বিল আনা হয়েছে, তা কেবল একটি অজুহাত মাত্র।" কেন্দ্রকে তীর দেগে অখিলেশ বলেন, প্রতিরক্ষা জমি, রেলের জমি, নজরুল জমির পর ওয়াকফ বোর্ডের জমি বিজেপি সদস্যদের হাতে তুলে দিতে চাইছে তারা। সপা প্রধানের প্রশ্ন, "বিজেপি কেন খোলাখুলিভাবে বলে না বিজেপি সদস্যদের স্বার্থে এই আইন আনা হচ্ছে?" একইসঙ্গে তিনি বলেছেন, "ওয়াকফ বোর্ডের জমি বিক্রি হবে না, বিজেপি কি লিখিতভাবে গ্যারান্টি দিতে পারবে। বিজেপি রিয়েল এস্টেট কোম্পানীর মতো কাজ করছে।"

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরেই সংসদে ওয়াকফ বিল পেশ হয়েছে। পেশ করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তার পর তা সংখ্যালঘু মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হবে বলে সূত্রের খবর। তবে ওয়াকফ প্রসঙ্গ উত্থাপন করা মাত্রই সরব হন বিরোধীরা। তাঁরা মনে করছেন, হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি উস্কে দিতেই ওই বিতর্কিত বিল পেশের পরিকল্পনা।

দেশ - এর থেকে আরোও খবর

BJP Real Estate Company Akhilesh hits out at Center over Waqf Amendment Bill

Leave a comment