Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

মাসে ৬ লক্ষ টাকা খোরপোষ! আবেদন শুনে মহিলাকে চাকরি করতে বললেন বিচারপতি

Shamima Ahasana

Shamima Ahasana

Published: 22 August, 2024, 04:21 PM
মাসে ৬ লক্ষ টাকা খোরপোষ! আবেদন শুনে মহিলাকে চাকরি করতে বললেন বিচারপতি

পুবের কলম ওয়েবডেস্ক: সংসার ভেঙে যায় কর্নাটকের রাধা মুনুকুন্তলার। সেই কারণে স্বামীর কাছ থেকে মাসে ৬ লক্ষ ১৬ হাজার ৩০০ টাকা শোরপোষ হিসেবে দাবি করেন তিনি। এসব শুনে কর্নাটক হাইকোর্টের বিচারপতি প্রশ্ন করেন, মামলাকারীর কোনও সন্তান নেই বা সাংসারিক অন্য কোনও দায় দায়িত্ব নেই। একলা মানুষের জন্যে ৬ লক্ষ টাকার প্রয়োজন হবে কেন? এর জবাবে ওই মহিলার আইনজীবী বলেন, তার মক্কেলের জুতো, জামা, চুড়ি সহ বিভিন্ন জিনিসপত্র কিনতে মাসে ১৫ হাজার টাকার প্রয়োজন। বাড়িতে এক মাসের খাওয়া–দাওয়ার জন্য প্রয়োজন ৬০ হাজার টাকা। তাছাড়া ওই মহিলার হাঁটুতে যন্ত্রণা। তাই চিকিৎসা বাবদ তার প্রয়োজন ৪–৫ লক্ষ টাকা। এসব শুনে রেগে যান বিচারপতি। তিনি আইনজীবীকে ধমক দিয়ে বলেন, আইনের অপব্যবহার সহ্য করা হবে না। খোরপোষ মানে কোনও পুরুষকে শাস্তি দেওয়া নয়। মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্য খোরপোষ। খোরপোষ মানে বিলাসিতা নয়। ৬ লক্ষ টাকা খোরপোষ এর নির্দেশ দেওয়া সম্ভব নয়। একজন মানুষের বেঁচে থাকার জন্যে যদি সত্যিই মাসিক ৬ লক্ষ টাকার প্রয়োজন হয়, তাহলে আবেদনকারী খোরপোষের মামলা না করে, চাকরিতে যোগ দিয়ে নিজের প্রয়োজন পূরণ করুক। সব শেষে বিচারপতি আদেশ দেন, নতুন করে জানানো হোক, ওই মহিলার খরচ বাবদ কত টাকা চান, আর তা না হলে মামলাটি খারিজ করতে বাধ্য হবেন বিচারক। এই মামালার শুনানির ভিডিয়ো হু–হু করে ভাইরাল হয়। নজর কাড়ে সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের। 

 

দেশ - এর থেকে আরোও খবর

maintenance from husband Karnataka High Court

Leave a comment