Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

চলন্ত ট্রেনে খুন ২ আরপিএফ জওয়ান, বড়সড় প্রশ্নের মুখে রেল নিরাপত্তা

Kibria Ansary

Published: 21 August, 2024, 05:59 PM
চলন্ত ট্রেনে খুন ২ আরপিএফ  জওয়ান, বড়সড় প্রশ্নের মুখে রেল নিরাপত্তা

পুবের কলম, ওয়েবডেস্কঃ চলন্ত ট্রেনে ২ আরপিএফ  জওয়ানকে খুন করে ছুঁড়ে ফেলে দেওয়া হল উত্তরপ্রদেশে। মৃতরা হলেন প্রমোদ কুমার এবং জাভেদ খান। তাঁরা মুঘলসরাই ডিভিশনে কর্মরত ছিলেন। বারমের-গুয়াহাটি এক্সপ্রেসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুজনে। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের গাজীপুরের ভাদাউরার কাছে লাইনের ধার থেকে ২ আরপিএফ জওয়ানের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

ট্রেনে মদ পাচারকারীদের হাতেই খুন হয়েছেন দুই জওয়ান বলে অনুমান আরপিএফের। এদিকে এই খুনের ঘটনায় ফের রেলকেই কাঠগড়ায় তুলেছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ,  ট্রেনে কোনরকম নিরাপত্তা নেই। সাধারণ মানুষকে প্রাণ হাতে নিয়ে এখন ট্রেনে যাতায়াত করতে হয়।

দেশ - এর থেকে আরোও খবর

2 RPF jawans killed railway safety big questions

Leave a comment