Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ঝাড়খণ্ডে ভেঙে পড়ল দোতলা বাড়ি, উদ্ধার অভিযানে NDRF

Kibria Ansary

Published: 07 July, 2024, 05:22 PM
ঝাড়খণ্ডে ভেঙে পড়ল দোতলা বাড়ি, উদ্ধার অভিযানে NDRF

রাঁচি, ৭ জুলাই: গতকালই গুজরাটের সুরাটে ভেঙে পড়ে বহুতল ভবণ। এবার ঝাড়খণ্ডে ভেঙে পড়ল দোতলা বাড়ি। রবিবার সকালে ঝাড়খণ্ডের দেওঘর জেলায় ঘটনা। বাড়ির ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন সকালে ধ্বংসস্তূপের নীচ থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। আহতদের দেওঘর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেওঘরের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ঋত্বিক শ্রীবাস্তব বলেন, 'এখনও পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আরও কয়েকজন আটকে রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।'

এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) কর্মীরা। অভিযানের নেতৃত্বে থাকা এনডিআরএফ ইন্সপেক্টর রণধীর কুমার জানিয়েছেন, আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গতকাল গুজরাটে ভেঙে পড়ে ছয়তলা ভবন। সুরাটের শচীন পালি গ্রামের ঘটনায় আহত হন ১৫ জন। ছয়তলা ভবন ধসে পড়ার পর অনেকে আটকে পড়েন। ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রশাসনের এক কর্তা জানান, উদ্ধারকারীরা কংক্রিটের ধ্বংসাবশেষের মধ্য দিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ওই ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে আজ ধসে পড়েছে।

দেশ - এর থেকে আরোও খবর

Double-storey house collapsed in Jharkhand NDRF in rescue operation

Leave a comment