Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

লরির চালক থেকে ইউটিউবার, এখন মাসে ৫ লক্ষ টাকা রোজগার রাওয়ানির

Shamima Ahasana

Shamima Ahasana

Published: 20 August, 2024, 09:22 PM
লরির চালক থেকে ইউটিউবার, এখন মাসে ৫ লক্ষ টাকা রোজগার রাওয়ানির

পুবের কলম, ওয়েব ডেস্ক: ভাগ্যের চাকা ঘুরেছে রাজেশ রাওয়ানির। রাজেশ রাওয়ানি ঝাড়খণ্ডের জামতাড়ার বাসিন্দা। একসময় বাবার মৃত্যুর পর বাধ্য হয়েই পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে ট্রাক ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন রাজেশ। তারপর পেরিয়ে যায় ২৫ টা বছর। গোটা ভারতের এমন কোনও হাইওয়ে নেই, যার হাল হকিকতের খবর নেই রাজেশের কাছে। গোটা ভারত ঘুরে বেড়ানোর সময় ট্রাকেই রেঁধে–বেড়ে খেতে হত তাকে। হঠাৎ মোবাইল ঘাঁটতে ঘাঁটতে রাজেশের মনে হয়, রাঁধুনি হিসেবে তিনি মন্দ নন। অতএব ইউটিউবে ভিডিয়ো করলে মন্দ হয় না। এরপর শখের বশে নিজের রান্নার স্কিল মোবাইলে বন্দী করে, সেই ভিডিয়ো নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেন রাজেশ। সেই কাজে সাহায্য করে তার সন্তানরা। নেটিজেনরা লাইকের বন্যা বইয়ে দেয় রাজেশের ইউটিউব চ্যানেলে। 

দর্শকদের আব্দার আসতে থাকে, শুধু আওয়াজ নয়, এই রাঁধুনি ট্রাক ড্রাইভারের চেহারাও দেখতে চান তারা। ব্যাস! তারপরই ট্রাকের কেবিনে বসে নিজের রান্নার একটি ভিডিয়ো পোস্ট করতেই ভাগ্যের চাকা ঘুরে যায় ঝাড়খণ্ডের বাসিন্দা রাজেশের। হঠাৎই ভাইরাল হয়ে যান তিনি। শেষে সাবসক্রাইবারের সংখ্যা এসে দাঁড়ায় ১৮ লক্ষ ৮০ হাজারে। এই ভাইরাল রাঁধুনি ট্রাক ড্রাইভার গাড়ি চালিয়ে একসময় মাসিক ২৫ হাজার টাকা আয় করতেন। এখন ইউটিউবার হিসেবে তার রোজগার তাক লাগানোর মতো। বর্তমানে রাজেশের রোজগার মাসিক ৪–৫ লক্ষ টাকা। একবার তো সব সীমা ছাড়িয়ে একমাসে শুধু ভিডিয়ো থেকে ১০ লক্ষ টাকা রোজগার করেছেন এই ইউটিউবার। ওই টাকা দিয়েই নিজের একটি বাড়িও তৈরি করেছেন তিনি।

তার এই সাফল্য আর চেষ্টা নজর কেড়েছিল ব্যবসায়ী আনন্দ মহিন্দ্রার। নিজের এক্স হ্যান্ডেলে রাজেশের ভূয়সী প্রশংসা করেন তিনি।

২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই ট্রাক ড্রাইভার এখন বিভিন্ন বিখ্যাত ইউটিউবারের চ্যানেলে ইন্টারভিউও দেন। রান্নার পাশাপাশি ভ্রমণ সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিয়ো নিজের ইউটিউবে পোস্ট করেন তিনি। আর তাতেই লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন তিনি।

 

দেশ - এর থেকে আরোও খবর

youtube youtuber

Leave a comment