Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

অসমে সরানো হল মহাত্মা গান্ধির স্ট্যাচু, মুখ্যমন্ত্রী হিমন্তের দাবি 'আমি কিছু জানি না'

Bipasha Chakraborty

Published: 12 July, 2024, 03:00 PM
অসমে সরানো হল মহাত্মা গান্ধির স্ট্যাচু, মুখ্যমন্ত্রী হিমন্তের দাবি 'আমি কিছু জানি না'

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক: অসমে সরানো হল মহাত্মা গান্ধির স্ট্যাচু, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাসের দাবি তিনি এই প্রসঙ্গে কিছু জানতেন না। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অসমের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন গান্ধির প্রপৌত্র তুষার গান্ধি। তুষার গান্ধি বলেন, ক্লক টাওয়ার তৈরি জন্য বাপুর মূর্তি সরিয়ে দেওয়ার বিজেপি সরকারের এই সিদ্ধান্ত দেখে আমি কোনও মতেই আশ্চর্য হয়নি। 

মহাত্মা গান্ধি স্ট্যাচুটি ছিল অসমের চা শহর বলে পরিচিত ডুমডুমায়। গান্ধির মূর্তি সরানো নিয়ে বিজেপি সরকারের কর্মকাণ্ড নয়া বিতর্কের জন্ম দিয়েছে। হঠাৎ করে গান্ধি মূর্তি সরিয়ে দেওয়া নিয়ে শুরু হয়েছে ছাত্র বিক্ষোভ। দুদিন আগেই তিনসুকিয়া জেলার গান্ধি চক থেকে ৫.৫ ফুট গান্ধি মূর্তিটি সরিয়ে দেওয়া হয়। ঘটনায় প্রতিক্রিয়ায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস বলেন, 'এ বিষয়ে তিনি কিছুই জানেন না। জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত সম্পর্কে তার কিছু জানা নেই। এই বিষয়ে খোঁজ নিয়ে দেখছি। অসম মহাত্মা গান্ধি কাছে অনেক ঋণী। তিনি ভারতরত্ন গোপীনাথ বর্দোলোইয়ের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন যখন নেহরুর নেতৃত্বাধীন কংগ্রেস পরিকল্পনা করে অসমকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল।' 
অল অসম স্টুডেন্ট ইউনিয়ন (আশু) নেতা প্রীতম নিয়োগী বলেন, আমরা এই বিষয়ে পুরসভার সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু পুরসভা জানিয়েছে, তাদের একটি ক্লক টাওয়ার তৈরির পরিকল্পনা রয়েছে। নিয়োগী প্রশ্ন তোলেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে কেনো একবার নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করা হল না? 
কংগ্রেস নেতা এবং প্রাক্তন বিধায়ক দুর্গা ভূমিজ বলেন, আমি শহর সৌন্দর্যায়নের বিপক্ষে নই, কিন্তু তাই বলে গান্ধি মূর্তি সরানোকে মেনে নিতে পারছি না। গান্ধি মূর্তি রেখেই ক্লক টাওয়ার তৈরি হোক। 

 

  

Leave a comment